ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সন্দেহ নেই তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। গত ১৩ বছর ধরেই দারুণ দাপটে খেলে যাচ্ছেন তামিম ইকবাল। এবার দেশের ক্রিকেটে দেখা মিলল আরেক তামিমের। তিনি তানজিদ হাসান তামিম। তিনিও ওপেনার। মজার ব্যাপার হলো চলতি বিসিবি প্রেসিডেন্ট’স কাপে জুটি বাঁধবেন দু’জন।
তরুণ তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়তে পারায় রোমাঞ্চিত তামিম ইকবাল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার তামিম ইকবালদের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাজমুল হাসান শান্ত একাদশের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহর দল।
উদীয়মান প্রতিভা তানজিদ। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটেও শুরুটা করেছেন দুর্দান্ত। এ বছরের মার্চে বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তুলেছিলেন দারুণ এক সেঞ্চুরি। ১৯ বছর বয়সী ব্যাটসম্যান এবার খেলছেন প্রেসিডেন্ট’স কাপে, তামিম ইকবালের একাদশে।
সবঠিক থাকলে মঙ্গলবার দু’জন একসঙ্গে ওপেন করবেন। তামিম জানাচ্ছিলেন, ‘কাল তামিমের সঙ্গে, মানে আরেক তামিমের সঙ্গে ওপেন করব আমি। এখন আমরা সবাই একটু কনফিউজড হয়ে যাচ্ছি। এতদিন তো বেশির ভাগই আমাকে তামিম ভাই করে ডেকে আসছে, এখন অনেক ‘তামিম’ ‘তামিম’ শোনা যায়। এমন ডাক শুনে আমরা দুজনই তাকাই অনেক সময়। আমি বলেছি যে ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায় তাহলে ভালো হয়!’
ব্যাপারটায় রোমাঞ্চিত তামিম ইকবাল। বিশ্বসেরা এ ক্রিকেটার জানাচ্ছিলেন, ‘খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে। ও খুবই সম্ভাবনাময়। দুই-তিন দিন ওর সঙ্গে নেট করেছি। বাংলাদেশের জন্য খুব প্রতিশ্রুতিশীল একজন বলে মনে হয়েছে। আশা করছি এই টুর্নামেন্ট ওর খুব ভালো যাবে। ওর সঙ্গে ইনিংস শুরু করতে মুখিয়ে আছি আমি।’
Discussion about this post