ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে একের পর এক সিরিজ ভেস্তে গেছে বাংলাদেশের। তবে ক্রিকেটারদের আর মাঠের বাইরে রাখতে চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য রোববার থেকে সংস্থাটির তত্বাবধানে শুরু হচ্ছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। এ সিরিজটিকে বিসিবি দেখছে ‘টেস্ট কেস’ বা করোনাকালের পরীক্ষামূলক সিরিজ হিসেবে দেখছে। তারপরও সংস্থাটি একে আকর্ষণীয় করে তোলার সব চেষ্টাই করছে। খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের জন্য ১৫ লাখ টাকার প্রাইজমানি থাকছে। এদিকে ম্যাচসেরা, টুর্নামেন্ট–সেরা, সেরা ব্যাটসম্যান কিংবা সেরা বোলারের জন্য আলাদা আর্থিক পুরস্কারও থাকছে। সব মিলিয়ে ৩৬ লাখ ৭৫ হাজার টাকা পুরস্কার রাখা হচ্ছে খেলোয়াড়দের জন্য।
তামিম, মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে ডাবল লিগ পদ্ধতিতে খেলবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এ সিরিজটি একবারে প্রস্তুতি ম্যাচের মতো যেন না হয় সেদিকে খেয়াল রাখছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এ ব্যাপারে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এটা যেহেতু আমাদের পরীক্ষামূলক সিরিজ, আসল প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের মতো হবে না। একেবারে প্রস্তুতি ম্যাচের মতো যেন না হয় তাই এটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আমাদের কিছু উদ্যোগ থাকছে। আমরা খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে চাই।’
করোনার কারণে বেশ সতর্ক বিসিবি। এজন্য আজ থেকেই ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলে মোট ৬৩ জনকে সংস্থাটি রাখছে সুরক্ষা বলয়ে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘কেউ পজিটিভ হলে চ্যালেঞ্জটা বেড়ে যায়। এখন পর্যন্ত যেহেতু পজিটিভ হয়নি তাই আমরা বেশ ভালো অবস্থায় আছি।’
বিসিবি প্রেসিডেন্ট কাপে পারফর্ম করতে মুখিয়ে সিনিয়র থেকে তরুণ ক্রিকেটাররা। এজন্য গত কয়েকদিন দলগত ও ব্যক্তিগতভাবে অনুশীলন সেরেছেন তারা। এ টুর্নামেন্টের মধ্যে দিয়েই জাতীয় দলের পরবর্তী সিরিজের দল নির্বাচন করতেও সুবিধা হবে নির্বাচকদের। তাই তাদের মন কাঁড়তেই এ টুর্নামেন্টে ব্যাট-বলে ঝড় তুলতে চান ক্রিকেটাররা।
টুর্নামেন্টের সূচি-
১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
১৫ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
২১ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
২৩ অক্টোবর: ফাইনাল
Discussion about this post