ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে লম্বা সময় ঘরবন্দী বাংলাদেশের নারী ক্রিকেট। এ অবস্থা থেকে টাইগ্রেসদের বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টার কোন কমতি নেই। মঙ্গলবার সংস্থাটি থেকে জানা গেছে নভেম্বরেই নারীদের ঘরোয়া লিগ আয়োজন করা হবে। তারপরও খুশি হতে পারছেন না সালমা খাতুন-রুমানা আহমেদরা। তারা দ্রুত চেনা পরিবেশে ফিরতে চাইছেন।
দুই মাসেরও বেশী সময় ধরে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করলেও সেটাকে এখন আর পর্যাপ্ত মনে করছেন না নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। মাঠের খেলা খুব মিস করছেন তিনি। আর তাই মাঠের খেলায় ফিরতে চান যত দ্রুত সম্ভব, ‘খুব ইচ্ছে করছে খেলতে। আর কতদিন এভাবে থাকবো? আমরা যারা ব্যক্তিগতভাবে অনুশীলন করছি, তাদের সাহায্য করতে যে দুয়েকজন ছেলে থাকতো, তারাও কিন্তু ঠিকভাবে আসতে পারছে না। এভাবে তো আসলে আমাদের এগিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। আমাদের অবশ্যই খেলা দরকার, যত দ্রুত সম্ভব। অন্তত ঘরোয়া ক্রিকেট যেটা শুরু হওয়ার কথা ছিলো জাতীয় লিগ কিংবা প্রিমিয়ার লিগ এটা হলেও শুরু করা দরকার। তবে স্বাস্থ্যবিধি তো অবশ্যই আগে। সেটা মেনেই যেন আমাদের খেলা দ্রুত শুরু করা যায়।’
এ মুহূর্তে খেলা শুরু না হলেও অন্তত দলীয় ক্যাম্পের দাবী জানিয়েছেন রুমানা, ‘যদি খেলা শুরু করা সম্ভব না হয়, তাহলে অন্তত ছেলেদের মতো আমাদেরও জাতীয় দলের ক্যাম্প করা দরকার। অনেকদিন হলো অনুশীলনের বাইরে আমরা। এভাবে চলতে থাকলে তো জাতীয় দল পিছিয়ে যাবে।’
মাঠে ফিরতে মরিয়া নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনও। প্রতিদিন অবশ্য খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একা একা অনুশীলন করতে আসেন। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান তিনিও, ‘আমরা চাইলেই তো হবে না। এখনও তো সবকিছু স্বাভাবিক হয়ে যায়নি। বিসিবি নিশ্চয়ই সব দিক বিবেচনা করে আমাদের দ্রুত মাঠে ফেরানোর ব্যবস্থা করবে। তবে সব সময়ই খেলার জন্য উদগ্রীব হয়ে থাকি। মাঠের খেলাটাকে খুব মিস করছি।’
Discussion about this post