ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে ফেরার লড়াইয়েই ছিলেন। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে হঠাৎ করে চোটে পড়ায় সব এলোমেলো হয়ে যায় তাসকিন আহমেদের। এদিকে করোনার কালো থাবায় মাঠে ফেরার অপেক্ষাটা বাড়ে তার। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে এ তারকা ডাক পেয়েছেন ২৭ জনের স্কোয়াডে। নিয়মিতই কঠোর অনুশীলন করছেন। এরফলে হারানো ছন্দ খুঁজে পেয়েছেন এ পেসার। তাই দারুণ খুশি ঢাকার এ ক্রিকেটার। তাই বলে থেমে থাকছেন না। আরও উন্নতির চেষ্টা করছেন।
আদৌও শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের যাওয়া হবে কি না এখনই বলা যাচ্ছে না। তবে এ সিরিজকে সামনে রেখে দলগত অনুশীলন শুরু করেছে টাইগাররা। ২৭ জনের স্কোয়াডের আইসোলেশনে থাকা ১১ জন বাদে অনুশীলন করছেন ১৬ ক্রিকেটার। মিরপুরের হোম অফ ক্রিকেটে মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও রুবেল হোসেনের সঙ্গে কঠোর পরিশ্রম করছেন তাসকিন আহমেদও। মঙ্গলবার এ ডানহাতি পেসার জানিয়েছেন, আগের থেকে ভালো ছন্দ খুঁজে পেয়েছেন, ‘মাশাল্লাহ, আগের থেকে ভালো ছন্দ খুঁজে পেয়েছি। ভালোও লাগছে। পেস, সিম পজিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সাথে। আগের থেকে উন্নতি হয়েছে। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আগে চেয়ে অ্যাকুরেসি, পেস, সিম পজিশন এগুলো আরও ভালো হবে আশা করছি।’
বল হাতে আগুন ছোটানোর সঙ্গে তাসকিন এবার বাড়তি মনযোগ দিয়েছেন ফিটনেসে। যা তাকে আগের চেয়ে আরও ভালো করতে দারুণ কাজে দিয়েছে। এ ব্যাপারে এ ডানহাতি বলেন, ‘ফিটনেস আগের থেকে ভালো হয়েছে। তবে উন্নতির কোনও শেষ নেই। ওয়ার্ল্ড ক্লাস হতে হলে, আরও ধারাবাহিক হতে হলে আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে। এখনই শেষ নয়, সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। সামনে যেন আরও উন্নতি হয় সেই চেষ্টাই করব।’
অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তাসকন। তবে এবার লঙ্কা সফরের মধ্যে দিয়ে চেনা জার্সিতে ফিরতে চান সেই আগেই রুপেই। এজন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন এ পেসার।
ক্যারিয়ারে নানা রঙ এরইমধ্যে দেখা হয়ে গেছে তাসকিনের। তবে সে সব নিয়ে ভাবছেন না তিনি। তার লক্ষ্য কিভাবে তিন ফরম্যাটে ফের নিয়মিত হওয়া যায়।
Discussion about this post