ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দল যাবে কীনা তাও সরাসরি বলার সুযোগ নেই। কারণ বাংলাদেশ দলকে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতেই হচ্ছে। লঙ্কান সরকার এনিয়ে ছাড় দিতে নারাজ। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনঢ়। দ্বীপ দেশটিতে টানা ১৪ দিন হোটেল বন্ধী থাকতে রাজী নয় টাইগাররা।
এমন অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতি কিন্তু থেমে নেই বিসিবির। শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারী আদেশ) প্রাপ্ত ২৭ ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে।
এই দফায় প্রথম দিনে ১৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে। এনিয়ে গণমাধ্যমে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানাচ্ছিলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিতে চাই। এ কারণেই সবকিছু সময় মেনে করে যাচ্ছি।’
এনিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী যোগ করলেন, ‘শুক্রবার বাংলাদেশ জাতীয় দলের ১৮ জন খেলোয়াড় আর ৩৫ জন হোটেল কর্মচারীর করোনা পরীক্ষা হয়েছে। ক্রিকেটারদের বাড়ি গিয়ে করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।’ তিনি আরও জানালেন ২৪ সেপ্টেম্বর আবার করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের।
তবে কোয়ারেন্টাইন ইস্যুতে কোন ছাড় দিচ্ছে না শ্রীলঙ্কান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৪ দিন কোয়ারেন্টাইন শর্ত মেনেই লঙ্কা সফরে যেতে হবে মুশফিকুর রহিমদের! করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে গত মার্চে কারফিউ জারি করে শ্রীলঙ্কা। অন্য দেশ থেকে কেউ আসলে তাকে আগে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে জানিয়ে দেয় তারা। এবার তিন টেস্ট সিরিজ সামনে রেখে সফরে বিসিবি এ প্রস্তাব মানতে রাজি নয়।
যদিও প্রস্তুতি থেমে নেই টাইগারদের। সফরের আগের সূচি জানাচ্ছে জাতীয় দলের ২০ সেপ্টেম্বর হোটেল উঠার কথা। এ কারণেই হোটেলের কর্মচারীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে দল।
তবে শ্রীলঙ্কার সফরের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। সফরে সাতদিনের কোয়ারেন্টাইন করতে চায় দল। আর কোয়ারেন্টাইন চলাকালীন অনুশীলনও করতে আগ্রহী মুশফিকরা।
অনিশ্চয়তা কাটলে আসছে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু ২৪ অক্টোবর।
Discussion about this post