ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পল্টন ময়দানে শুক্রবার ক্রিকেটান্দনে মেতে উঠেন ১১ বছর বয়সী শেখ ইয়ামিন আহমেদ সিনান ও তার মা। কয়েকটি অনিন্দ্য সুন্দর ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা বিখ্যাত বানিয়ে দিয়েছে তাদের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছোট্ট এক শিশু বল করছে। ব্যাট হাতে আপাদমস্তক হিজাব পরিহিত একজন মহিলা। পরে জানা গেল, সেই ব্যাটসম্যান হলেন মা, আর বোলার শিশুটি তারই সন্তান। সেই মা-পুত্রের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান।
১১ বছর বয়সী ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিলো তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা’কে নিজের লেগস্পিনের ঘুর্ণিতে কাবু করে বেশ উল্লাস করতেও দেখা যায় শিশুটিকে। এসময় পাকিস্তানী কিংবদন্তি লেগস্পিনার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে।
আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশুনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে।
সিনানের স্বপ্ন ক্রিকেটার হওয়া। তার স্বপ্নের ক্রিকেটার মুশফিকুর রহিম। ছোট্ট সিনানের সেই স্বপ্ন আজ পূরণ করলেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক বুধবার সকালে সিনানের সঙ্গে দেখা করেন। এ সময়ে সিনানের মা ও বোন উপস্থিত ছিলেন। মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Discussion about this post