ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। এর ঠিক এক মাস পর সেখানে মাঠে লড়াইয়ে নামবে টিম টাইগার্স। এজন্য নিজেদের প্রস্তুতিও নিতে শুরু করেছে মুমিনুল হকের দল। কিন্তু এরইমেধ্যে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের কঠিন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। যা কোনভাবেই মানতে পারছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই সোমবার বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শ্রীলঙ্কার কঠিন শর্ত মেনে খেলতে যাবে না বাংলাদেশ।
লঙ্কা সফরে যেয়ে অনুশীলন ছাড়াই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশকে। এরইমধ্যে এ প্রস্তাব সংস্থাটি দিয়েছে বিসিবিকে। তবে সর্বোচ্চ ৭ দিনের কোয়ারেন্টাইনে রাজি টাইগার ক্রিকেট বোর্ড।
আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু। এরপর সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুমিনুলদের। এ সময়ে পরপর তিনবার করোনা টেস্টের ফল নেগেটিভ হলে মাঠে নামার অনুমতি পাবেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব শনিবার বিসিবিকে পাঠিয়েছে। কিন্তু ব্যাপারটি কোনভাবেই মানতে চায় না বিসিবি। এ ব্যাপারে সোমবার পাপন বলেন, ‘যে টার্মস অ্যান্ড কন্ডিশন শ্রীলঙ্কা দিয়েছে তা ইতিহাসে বিরল। এরকম নিয়ম-কানুনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই সম্ভব না। এ তথ্য ওদের জানিয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘আমরা যা ভেবেছিলাম তা ধারের কাছেও নেই। আবার অন্যান্য দেশে যেগুলো চলছে সেগুলোর ধারের কাছেও নেই। অন্যান্য দেশে সাত দিনের কোয়ারেন্টাইনের মধ্যে জিম, ট্রেনিং শুরু করতে পারে। ওদের প্রস্তাবে যেটা দেখলাম ১৪ দিন হোটেলের রুমের থেকেই বের হতে পারবে না। খাওয়ার জন্য বের হতে পারবে না। ওরা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। এটা ছেলে খেলা না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা যায় না। বাংলাদেশ দল সেখানে যাওয়ার পর কোয়ারেন্টাইনের সময়টাতে হোটেলের রুম থেকেও বের হতে পারবে না। তারা শর্ত দিয়েছে আমরা ঘর থেকেও বের হতে পারবো না। এটা তো অতিরিক্ত। আমি আরও বেশ কিছু জায়গায় কথা বলেছি। সে সব জায়গায় তো এমন নেই। তাহলে তাদের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে, যেটা আমরা জানতে পারছি না! তাহলে সেটা কি?’
বাংলাদেশ দলের লঙ্কা সফরে খেলার কথা তিনটি টেস্ট। যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এজন্য এ সিরিজটি মুমিনুলদের জন্য গুরুত্বপূর্ণ। যে কারণে বিসিবি খুব করেই চাইছিল সিরিজটি মাঠে গড়াক। কিন্তু লঙ্কান বোর্ডের শর্তের কারণে শেষ পর্যন্ত টাইগার ক্রিকেট বোর্ডের আশা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
Discussion about this post