ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান। কিন্তু তার আগেই এ অলরাউন্ডারের নাম এসেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে কোনো ক্রিকেটারের নাম কী থাকতে পারবে নিলামে? ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কি বলছে? এ ব্যাপারে সংস্থাটির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির ম্যানেজার রাজশেখর রাও বলেন, ‘যেহেতু সাকিব নিজে ক্রিকেটীয় কোনে কার্যক্রমে জড়িত নয় সেজন্য তার নাম থাকা বেআইনি কিছু নয়।’
লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে নভেম্বরে। আর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ অক্টোবর। তাই ড্রাফটে সাকিবের নাম থাকাটা বেআইনি নয় বলে জানিয়েছে আইসিসি।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সব সময়ই চাহিদার শীর্ষে থাকে সাকিবের নাম। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার পর নিয়মিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। আইপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এবং কাউন্টি ক্রিকেটে স্বগৌরবে তার উপস্থিতি।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টেই দেখা যেতে পারে সাকিবকে। এরপর লঙ্কা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে বাঁহাতি স্পিন অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার কারণে এ বছর আইপিএল খেলতে না পারা সাকিবের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এলপিএল এলো সৌভাগ্যক্রমে।
সাকিবের সঙ্গে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরোদের মতো বৈশ্বিক তারকাদের নাম রয়েছে প্রথমবারের মতো আয়োজিত লক্ষান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে। এলপিএলের প্রথম আসরের নিলামে তোলা হবে মোট ১৫০ ক্রিকেটারের নাম। পহেলা অক্টোবর হবে নতুন এ টুর্নামেন্টের নিলাম।
আগামী ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এলপিএলের প্রথম আসর।
Discussion about this post