ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলংকা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের নিয়ে একটি আবাসিক ক্যাম্প করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ অথবা ২০ সেপ্টেম্বর থেকে এই ক্যাম্পের আয়োজন করতে চাই বোর্ড।
লঙ্কা সফরের জন্য ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের প্রথম ধাপের করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করেছে বিসিবি। করোনা নেতিবাচক খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হবে এ আবাসিক ক্যাম্প। এরইমধ্যে সেখানে দিতে চলে এসেছেন প্রধান কোচ ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক। করোনা পরীক্ষা করিয়ে নেতিবাচক হওয়া সাপেক্ষে দলের সঙ্গে যোগ দেবেন তারা।
এদিকে বিসিবি চাইছে কোচিং স্টাফদের কোয়ারেন্টিন সময়কাল শিথিল করার। শুধুমাত্র আরেকবার পরীক্ষা করিয়ে কাজ শুরু করার। এঈ বিষয়ে সরকারের সবুজ সংকেতও পেয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আমরা এক ধরনের সবুজ সংকেত পেয়েছি। ওনাদের হয়তো কোয়ারেন্টাইন করতে হবে না। তবে আমরা লিখিত অনুমতি চাইবো; সেটার অপেক্ষায় আছি।’
এই অনুমতি মিলে গেলেই ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু করবে বোর্ড। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এই পর্বে আমরা দেশে এক সপ্তাহের মতো অনুশীলন করব। ওনাদের একটা হোটেলে রাখা হবে। সেখান থেকে জৈব বলয়ের মধ্যে থেকে তারা অনুশীলন করবেন।’
এদিকে গেল সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন সাপোর্ট স্টাফের করোনা ইতিবাচক হওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল ক্রিকেটারদের একক অনুশীলন। তবে বুধবার থেকে ফের শুরু হতে হয়েছে টাইগারদের একক অনুশীলন।
Discussion about this post