ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু অক্টোবরের শেষ দিকে। কিন্তু এরইমধ্যে টাইগারদের কাবু করার ছক তৈরি করে ফেলেছে লঙ্কানরা। ব্যাপারটি নিয়ে তাই তেমন রাখঢাকও রাখেননি শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার অশান্ত ডি মেল। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে গতি দিয়েই সমস্যায় ফেলতে চায় শ্রীলঙ্কান ক্রিকেট দল।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে পেসারদের আধিক্য থাকবে বলেই স্থানীয় ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ডকে জানিয়েছেন ডি মেল, ‘আমরা বাংলাদেশকে গতি আক্রমণ দিয়েই হারাতে চাচ্ছি। এটা নিশ্চিত যে দলে স্পিনারের আধিক্য থাকবে না। আমাদের শক্তি এ মুহূর্তে পেস আক্রমণ। বাংলাদেশ দলে বেশ কিছু ভালো স্পিনার থাকবে। তবে পেস আক্রমণই আমাদের দলের শক্তি। আমরা আমাদের শক্তির পূর্ণ ব্যবহার করতে চাই।’
করোনার কারণে গত মার্চ মাস থেকে ক্রিকেটের বাইরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই। শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ালেও বাংলাদেশে এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হয়নি। এ মাসের শেষ দিকে ৩০ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে জৈব সুরক্ষিত পরিবেশে থাকবে দল।
শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সূচি
২৭ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা–যাত্রা
৪-৬ অক্টোবর: ৩ দিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
১০-১২ অক্টোবর: ৩ দিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
১৭-১৯ অক্টোবর: ৩ দিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
২৩-২৭ অক্টোবর: ১ম টেস্ট, ক্যান্ডি
৩১ অক্টোবর-৪ নভেম্বর: ২য় টেস্ট, ক্যান্ডি
৮-১২ নভেম্বর: ৩য় টেস্ট, কলম্বো
১৩ নভেম্বর: বাংলাদেশে ফেরা
Discussion about this post