ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো দিনকয়েক আগেই মিলেছে সুখবর। বাবা হতে যাচ্ছেন বিরাট কোহলি। সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারিতে আনুশকা শর্মার কোল আলো করে আসবে সন্তান। গত বৃহস্পতিবার নিজের টুইটার তেমনই সুখবর শোনালেন এই তারকা দম্পতি।
সেই আনন্দটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোহলি-আনুশকা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দুবাইয়ে আছেন তারকা ক্রিকেটার কোহলি। সঙ্গে আছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। সেখানেই স্ত্রীকে কেক খাইয়ে দিলেন কোহলি। ইনস্টাগ্রামে এ ছবিভাইরাল। হাজার হাজার লাইক, কমেন্টস আর ভক্তরা অভিননন্দন জানাচ্ছেন তাদের।
এর আগে গত বৃহস্পতিবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি-আনুশকা নতুন অতিথির আগামনের খবর জানিয়েছেন। সেখানে এ তারকা দম্পতি নিজের একটি ছবিও পোষ্ট করেছেন। সেখানে দেখা যায় কালো-সাদা প্রিন্টেট ড্রেস পরেছেন আনুশকা। মাতৃত্বের স্বাদ যে ইতিমধ্যেই অনুভব করছেন এই বলিউড সুন্দরী, মুখে সেই ভাব স্পষ্ট।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আর তাহলে, আমরা এখন তিনজন! সে আসছে ২০২১-এর জানুয়ারিতে’। অন্যদিকে সাদা টি-শার্ট ও প্যান্টে বেশ লাগছে বিরাটকে। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা দুই থেকে তিন হচ্ছি। আগামী জানুয়ারিতেই সে আসছে।’
এদিকে করোনার কারণে গত পাঁচ মাসে ব্যাট ধরতে পারেননি কোহলি। আইপিএল সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টিন শেষে শনিবার প্রথমবারের মতো অনুশীলন করেন তিনি। এরপর বলছিলেন,’যেমনটা আশা করেছিলাম, এর চেয়ে অনেক ভালো ছিল অনুশীলন। আমি বেশ ভয়ে ছিলাম। শেষ পাঁচ মাসে আমি ব্যাট ধরিনি। তবে সত্যিই প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছি আমি।’
Discussion about this post