ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিব আল হাসানের। তার আগে যুক্তরাষ্ট্র থেকে এ অলরাউন্ডার দেশে ফিরবেন সপ্তাহখানেকের মধ্যে। আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু হওয়ার কথা মাঠে ফেরার প্রস্তুতি। কেমন হতে পারে সেটা?
বিকেএসপিতে প্রস্তুতি নেওয়ার সময় আন্তর্জাতিক হোস্টেলের একটি ভিআইপি রুমে থাকার ব্যবস্থা হতে পারে সাকিবের। সেখানে ক্যাম্প করতে যাওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা একই হোস্টেলে থাকলেও সাকিবের সঙ্গে তাদের সংস্রব থাকবে না।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরু হলে দ্বিতীয় টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীই কাল জানালেন, ‘আইসিসির নির্দেশনা অনুযায়ী সাকিব বোর্ডের সুযোগ-সুবিধা এবং কোচদের সাহায্য নিতে পারবে। সে চাইলে বোর্ড তাকে সাহায্য করবে।’ তবে বিসিবির বা জাতীয় দলের কোচদের সঙ্গে সাকিবের কাজ করার ক্ষেত্রে শর্ত হলো, তার অনুশীলনটা হতে হবে এককভাবে। সেখানে আর কোনো ক্রিকেটার থাকতে পারবে না।
বিকেএসপির ছাত্র ছিলেন সাকিব। তাই সেখানে বিসিবির সুযোগ-সুবিধা তার খুব একটা লাগার কথাও নয়। পুরোনো ছাত্রের জন্য সব সুযোগ-সুবিধা তো তারাই দেবে! এ ব্যাপারে সাকিবের গুরু নাজমুল আবেদীন জানিয়েছেন, ‘ও যখন মাঠে নামবে তখন যেন আগের মতো ভালো খেলতে পারে, সেই লক্ষ্যেই পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে আমরা তার ক্রিকেটীয় দিকগুলো নিয়ে তেমন চিন্তিত নই। মাঠে নামার মতো ফিটনেস আনাটাই বেশি চ্যালেঞ্জিং হতে পারে। শুরুতে সেটা নিয়ে কাজ হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরু হলে দ্বিতীয় টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে সে রকম ইঙ্গিতই দিয়েছেন। সে ক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝিতে সাকিব শ্রীলঙ্কা যাবেন। বিকেএসপিতে তার আগ পর্যন্ত চলবে প্রস্তুতি। আর সাকিব শ্রীলঙ্কায় না গেলে বিকেএসপির প্রস্তুতি পর্ব দীর্ঘায়িত হতে পারে আরও। এই প্রস্তুতি নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চললেও জাতীয় দলের কোচ-ফিজিও-ট্রেনারদেরও চোখ থাকবে সেদিকে।
এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে চলে আসার কথা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ জাতীয় দলের কোচিং দলের বাকি বিদেশি সদস্যদের। সাকিবের বিকেএসপির প্রস্তুতি পর্বে মাঝেমধ্যে দেখা যাবে তাদেরও।
Discussion about this post