ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লম্বা সময় ধরেই টেস্টে ঠিক ছন্দে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাই এ তারকা দেশের জার্সিতে পাঁ দিনের ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের নভেম্বরে। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়ে নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। তার উপর করোনাকালে কোনো ক্রিকেট খেলা অনুষ্ঠিত না হওয়ায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কা সফরের জন্য আগামী মাসে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেখানে মাহমুদউল্লাহ আদৌ থাকছেন কিনা সেটি নিশ্চিত করতে পারেননি জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে দল ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি, ‘আমরা এখনও স্কোয়াড নিয়ে সুনির্দিষ্ট আলোচনা করিনি। হেড কোচ আসলে তাঁর এবং অধিনায়কের পরিকল্পনা শুনবো। তারা কি চায় জানবো। এরপরে স্কোয়াড ঠিক করা হবে। আসলে এখনও দল নিয়ে কোনো আলোচনা হয়নি। তাই এখনই কিছু বলতে পারছি না।’
এর আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে রিয়াদকে শুধু ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মনোনিবেশ করতে বলা হয়েছিল। টেস্টের সাদা পোশাকে তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করেই এমন পরামর্শ দেয়া হয় তাঁকে।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৯টি টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদ ৩১.৭৭ গড়ে করেছেন ২৭৬৪ রান। টেস্টে ৪টি সেঞ্চুরি এবং ১৬টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। এছাড়া ১৮৮টি ওয়ানডেতে ৩৩.৬৩ গড়ে ৪ হাজার ৭০ রান করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। আর ৮৭টি-টোয়েন্টিতে এক হাজার ৪৭৫ রান রয়েছে মাহমুদউল্লাহর।
Discussion about this post