ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রাজনৈতিক বৈরী পরিবেশের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার টানাপোড়েনের বড়সড় প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে। এর প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও, মুম্বাইয়ে হামলার পর থেকে আর আইপিএলে নেয়া হয় না পাকিস্তানি ক্রিকেটারদের। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইনের মতে, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে আইপিএলে সুযোগ দেয়া উচিৎ।
পাকিস্তানি টিভি চ্যানেল জিও সুপারকে নাসের বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের ছাপ ক্রিকেটে পড়তে না দেয়াই ভালো, পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলতে দেয়া হয় না। খুব শিগগিরই আইপিএল শুরু হবে কিন্তু বাবর আজম সেখানে থাকবে না। সে অসাধারণ মানের খেলোয়াড়। তাকে আইপিএলে খেলতে নেয়া উচিৎ।’
বাবরের প্রশংসায় পঞ্চমুখ নাসের তাকে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটদের সমমানের মনে করছেন। তার ভাষ্য, ‘সবাই শুধুমাত্র ফ্যাব ফোরের কথাই বলে। কিন্তু এটা আসলে ফ্যাব ফাইভ এবং বাবর আজম সেখানে আছে।’
অনেক আগে থেকেই শুধুমাত্র রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এ ব্যাপারটি থেকে দুই দেশ বের হলে ভালো হবে বলে মনে করেন নাসের, ‘আমি রাজনীতির বিষয়ে কথা বলতে চাই না। তবে ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে না খেলাটা অনেকটা ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি, এভারটন-লিভারপুল কিংবা টটেনহ্যাম-আর্সেনাল ম্যাচ না হওয়ার মতো বিষয়।’
বাবর আপাতত রয়েছেন ইংল্যান্ডে। খেলছেন সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে প্রথম ইনিংস এ ডানহাতি করেছিলেন হাফসেঞ্চুরি। তবে দ্বিতীয় ইনিংস দ্রুত ফেরেন সাজঘরে। তবে চলতি টেস্টের প্রথম ইনিংস বেশ দৃঢ়তা দেখাচ্ছেন এ তারকা। এ রিপোর্ট লেখা মাঠ ভিজে থাকায় সাউদাম্পটনে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়নি।
Discussion about this post