ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো দিন কয়েক আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪ বছর পূর্ণ করলেন সাকিব আল হাসান। এক যুগেরও বেশি সময় ধরে খেলে শুধু দেশসেরাই নন তিনি হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরইমধ্যে তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে গড়েছেন রেকর্ড।
গোটা ক্যারিয়ারেই সাকিব পেয়েছেন ভক্তদের অফুরান ভালবাসা, দারুণ সমর্থন! এখন দুঃসময়ে দাঁড়িয়ে। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখায় এক বছরের জন্য তিনি নিষিদ্ধ। সব ঠিক থাকলে এই অক্টোবরে মুক্তি মিলবে। তার আগে ১৪ বছর পূর্তিতে ধন্যবাদ জানালেন ভক্তদের।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, ”দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।”
সাকিবের বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ২০০৬ সালের ৬ আগস্ট। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। একই মাসে টি-টুয়েন্টি অভিষেক। পরের বছরের ১৮ মে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন সাকিব।
ওয়ানডে ফরম্যাটে ২০৬ ম্যাচে নয় সেঞ্চুরি ও ৪৭ ফিফটিতে করেছেনন ৬৩২৩ রান। টেস্টে তিনি পাঁচ সেঞ্চুরিতে করেছেন ৩৮৬২ রান। ওয়ানডেতে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬০ ও টেস্টে সর্বোচ্চ ২১০ উইকেট নিয়েছেন সাকিব।
Discussion about this post