ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই তারা হারিয়ে উঠেছিলেন কবে ফিরবেন চেনা পরিবেশে। অবশেষে সোমবার তাদের অপেক্ষার অবসান হয়। এদিন ৯ টাইগ্রেস মিরপুর ও খুলনায় আলাদা আলাদাভাবে অনুশীলন করেন।
লকডাউনে ঘরেই গুটিকয়েক খেলোয়াড় নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছে। তবে এবার মাঠে ফিরেছেন জাহানারারা। ছেলেদের পর এবার তারাও শুরু করেছেন মাঠের অনুশীলন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বগুড়া ও খুলনায় একক অনুশীলন করেন ৯ নারী ক্রিকেটার।
মিরপুরে অনুশীলন করেন শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, নাহিদা আক্তার। আগামীকাল অনুশীলনে নামবেন লতা মণ্ডল।
এদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুনের অনুশীলন করার কথা রয়েছে। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা।
এরআগে ঈদের আগেই ছেলেদের একক অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক-মাহমুদউল্লাহরা।
Discussion about this post