ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঈদের পর এখনো দলগত অনুশীলনের অনুমতি পাননি মুশফিকুর রহিমরা। তবে করোনা পরিস্থিতির এ অবস্থায় কিছুটা হলেও উদার করে চিন্তা করতে শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপিতে ক্যাম্প করার অনুমতি পেয়েছে তারা। বয়সভিত্তিক দল ও বাছাই করা ৪৫ ক্রিকেটার নিয়ে ২২ আগস্ট থেকে বিকেএসপিতে ক্যাম্প করবে বিসিবি।
বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম চ্যাম্পিয়ন করেছেন আকবর আলীরা। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে দল হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই সাফল্য ধরে রাখাই এখন চ্যালেঞ্জ। দুই বছর পরই ওয়েস্ট ইন্ডিজে আরেকটি যুব বিশ্বকাপ। সেখানে সাফল্য চাই। সেই চ্যালেঞ্জে প্রস্তুতিটা এখনই শুরু করতে চায় দল।
ঈদের আগে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করার অনুমতি চায় বিসিবি। বুধবার জানা গেল বিকেএসপি থেকে ক্যাম্প করার অনুমতি মিলেছে। শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক অনুমতি পত্র পাঠাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
এর আগে ১৬ আগস্ট ক্রিকেটারদের স্থাস্থ্য পরীক্ষা করাবে বিসিবি। করোনা পরীক্ষাও দিতে হবে উঠতি এই ক্রিকেটারদের। ১৬, ১৮ ও ২০ আগস্ট- মোট তিনদিনে ১৫ জন করে ৪৫ জনের টেস্ট হবে। চারদিন বিসিবির একাডেমিতে স্পেশাল ট্রেনিংয়ের পর ২০ আগস্ট তাদের নেওয়া হবে বিকেএসপিতে। দুইদিন পর শুরু হবে তাদের ক্যাম্প। এ ক্যাম্প থেকে ২৫-৩০ জনের প্রাথমিক দল বাছাই করবেন নির্বাচকরা। তাদের নিয়েই ২০২২ বিশ্বকাপের পরিকল্পনা করবে বিসিবি।
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বকাপের আগ অব্দি ৩৬ ম্যাচ খেলেন আকবর আলীরা। এবারও দেড় বছরে যুব দলকে ৩০টির বেশি ম্যাচ খেলে তবেই যেতে চায় বিশ্বকাপ। ধরে রাভখতে চায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা।
Discussion about this post