ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে বেশ নতুনত্ব। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই ফ্রাঞ্চাইজি লিগের জন্য ১৬ পাতার নিয়মাবলী তৈরি করা হয়েছে। এবার আইপিএলে টসেও থাকবে ভিন্নতা। টসের সময় কাগজে লেখা দুই দলের একাদশের তালিকা আদান-প্রদানের প্রথা থাকছে না। ইলেকট্রনিক টিমলিস্ট চালু হবে।
মোট ৫৩ দিনে আমিরাতের তিনটি ভেন্যুতে হবে আইপিএলের ৬১ ম্যাচ। ভারতে করোনার ঝুঁকি থাকায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশে। যেখানে করোনা সেভাবে ছড়িয়ে পড়েনি।
মাঠের লড়াইয়ের আগে চলুন দেখে নেই আসছে আইপিএলে কী নতুনত্ব থাকছে-
১. সংযুক্ত আরব আমিরাতে খেলার আগে ৮ দলের সব ক্রিকেটার ও স্টাফদের অন্তত ৫টি বাধ্যতামূলক কোভিড-১৯ পিসিআর টেস্ট করাতে হবে।
২. টুর্নামেন্ট চলার সময় প্রতি ৫ দিন পর পর করাতে হবে করোনা টেস্ট।
৩. আমিরাতে পা দেওয়ার পর থেকেই প্রতিদিন দেহের তাপমাত্রা মেপে তার তথ্য দিতে হবে।
৪. প্রতি ক্রিকেটারের স্বাস্থ্যবিষয়ক কিছু তথ্য প্রদানের পর খেলতে নামার অনুমতি পাবেন।
৫. প্রতি ম্যাচের দিনে ক্রিকেটারদের দেহের তাপমাত্রা স্বাভাবিক আর স্বাস্থ্যবিষয়ক সব প্রশ্নের উত্তর লাগসই হলেই কেবল মিলবে মাঠে নামার অনুমতি।
৬. করোনার উপসর্গ দেখা দিলে অথবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অস্বাভাবিক কিছু দেখা দিলেই সেই ক্রিকেটারকে পাঠানো হবে আইসোলেশনে।
৭. সব খেলোয়াড়কে ম্যাচের দিন হোটেল থেকেই ম্যাচের জন্য প্রস্তুত হয়ে আসতে হবে। মানে পোশাক পড়েই মাঠে আসতে হবে। ড্রেসিংরুমে বেশি সময় ব্যয় করা যাবে না।
৮. যার যার ব্যাট-বল, প্যাডসহ ক্রিকেটের সরঞ্জামগুলো প্রতিবার যাত্রার পর গুছিয়ে ব্যাগে রাখতে হবে। নিয়মিত পরিষ্কার করতে হবে।
৯. ম্যাচ শুরুর আগে দুই অধিনায়ক টসের সময় ছাপানো তালিকার বদলে ইলেকট্রনিক তালিকার মাধ্যমে নিজেদের একাদশ প্রকাশ করবেন।
১০. খেলা চলাকালীন পানি পানের বিরতিতে ক্রিকেটারদের তাদের নিজেদের নামে লেখা বোতল থেকেই পানি পান করতে হবে।
১১. বলে লালার ব্যবহার নিষিদ্ধ। ডাগআউটে বসার সময় সামাজিক দূরত্ব মেনে বসতে হবে। ফেস মাস্ক ব্যবহার করতে হবে। মাঠে ঢোকার সময় হাতে স্যানিটাইজার লাগাবেন দ্বাদশ ব্যক্তি। প্রত্যেক বিরতিতে ক্রিকেটারদের স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
Discussion about this post