ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো সেদিন বিয়ে করেছিলেন তারা। চটজলদি নতুন অতিথি এসেছে তাদের ঘরে! বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। স্ত্রী নাতাশা স্টানকোভিক জন্ম দিলেন পুত্র সন্তানের।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোষ্ট করে সুখবর দিলেন এই তারকা দম্পতি।
এর আগে এ বছরের ১ জানুয়ারি নিজেদের বাগদানের ঘোষণা দেন হার্দিক এবং নাতাশা। তারপর লকডাউনে গত মে মাসে জানান তাদের ঘরে আসছে নতুন অতিথি। সন্তানসম্ভবা নাতাশার সঙ্গে একের পর এক ছবি পোস্ট করেন হার্দিক।
এবার পৃথীবিতে চলেই এসেছে এই তারকা ক্রিকেটারের সন্তান। তারপর বৃহস্পতিবার লোকেশ রাহুল থেকে যুবেন্দ্র চাহল, জহির খানের স্ত্রী সাগরিকা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন হার্দিক-নাতাশাকে।
এবার যদি সুদিন ফিরে এই অলরাউন্ডারের। সেই ২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে হার্দিক। গক বছরের অক্টোবরে পিঠে অস্ত্রোপচার হয় তার। এরপর বিশ্রামে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফেরার কথা থাকলেও পারেন নি।
তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে সেপ্টেম্বরে ফেরার পরিকল্পনা করছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি। আসছে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু মাঠের লড়াই।
Discussion about this post