ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবাই জানেন লিওনেল মেসির বড় ভক্ত সাকিব আল হাসান। কিন্তু সোমবার নিজের ফেসবুক পেজে বাংলাদেশের এ অলরাউন্ডার জানিয়েছেন, মেসির ভক্ত হলেও নিজেকে খুজে পান ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে।
নিজেকে রোনালদোর মধ্যে খুঁজে পাওয়ার ব্যাপারে সাকিব ফেসবুকে লিখেছেন, ‘একজন ফুটবল ফ্যান হিসেবে মেসির ভক্ত আমি, উনিই আমার প্রেরণা। তবে, ব্যক্তিত্বের ধরণ অনুযায়ী আমি অনেকটা রোনালদোর মতোই। অধ্যবসায় বলুন কিংবা আচরণ অথবা প্রতিজ্ঞার জায়গাটিতে রোনালদোর সাথেই বেশি মেলাতে পারি নিজেকে।’
খেলোয়াড় হিসেবে মেসির ভক্ত হলেও সাকিবের ব্যক্তিত্ব যে অনেকটাই রোনালদোর মতো, সেটা অনেকেই বুঝতে পারবেন। তিনি তার পোস্টে দুটি শব্দ ব্যবহার করেছেন—‘অধ্যবসায়’ আর ‘প্রতিজ্ঞা’। সাকিবের ক্যারিয়ারের দিকে তাকালেই এই দুটি শব্দের যথার্থতা অনুভব করতে পারবেন সাকিবের ভক্তরা।
ক্যারিয়ারের অনেকবারই বিতর্ক তৈরি করেছেন সাকিব। সে বিতর্ক থেকে বেরিয়ে এসেছেন। অনেকটাই রোনালদোর মতো। সবকিছু ছাপিয়ে পেয়েছেন মানুষের ভালোবাসা।
ক্যারিয়ারে এখন পর্যন্ত সাকিব বড় ভুল করেছেন জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা গ্রহণ করেননি। আর সেটা আবার কাউকে জানানওনি তিনি। যে অপরাধে এ অলরাউন্ডার গত বছরের অক্টোবরের শেষ দিক থেকে আইসিসির নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ঘুরছেন। তবে এ বছরের অক্টোবরের শেষ দিক থেকে তিনি আবার ক্রিকেটে ফেরার পথ খুঁজে পাবেন। আপাতত এ অপেক্ষায় রয়েছেন টাইগার তারকা অলরাউন্ডার।
Discussion about this post