ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পরিবারের একজন সদস্য কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ভক্তরা। এরপরই আইসোলেশনে চলে যান সৌরভ। সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি, যার ফল পেয়েছেন শুক্রবার মধ্যরাতে। আশার কথা, সৌরভের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বিষয়টি সাবেক ভারত অধিনায়কের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলী। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে বড় ভাইয়ের করোনা হওয়ায় সৌরভ এবং পরিবারের অন্যদের নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল। তখনই পরিবারসহ কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।
বাড়িতে কোয়ারেন্টাইনে থেকেই আইসিসিসহ বোর্ডের সব কাজ করেছেন সৌরভ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব সভায় যোগ দিয়েছেন তিনি। এছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য তার বিখ্যাত শো দাদাগিরির শুটিংও বাতিল করে দিয়েছিলেন। এরপর সম্প্রতি করোনা পরীক্ষা করান সৌরভ, যেখানে নেগেটিভ এসেছে তার।
Discussion about this post