ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার এই দুঃসময়ে যেন জাতীয় দলের ক্রিকেটারদের বিয়ের হিড়িক পড়ল। কিছুদিন আগেই বিয়ে করলেন পেসার আবু জায়েদ রাহি। এরপর মোসাদ্দেক হোসেন বিয়ে করেন গত শুক্রবার। এবার নতুন ইনিংস শুরু হলো আরেক তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর।
বিয়ে করলেন জাতীয় দলের এই উদীয়মান ক্রিকেটার। তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে তৃতীয় বর্ষে পড়ছেন সাবরিনা। রাজশাহীতে ছোট্ট পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। শান্তর বাড়িও রাজশাহী।
চার বছর সম্পর্কের পর এবার বিয়ে করলেন সাবরিন সুলতানা রত্নাকে। শেষ অব্দি পারিবারিক সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
বিয়ের ছবি নিজের ফেসবুকে দিয়ে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আমার পাশে অন্য কেউ থাকতে পারে কখনো কল্পনাও করিনি। তুমিই আমার ভালোবাসা, আমার জীবনকে ভালো করেছ তুমি। তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
করোনাভাইরাসের কারণে শুধু দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
শান্ত জাতীয় দলে জায়গা পেতে লড়ছেন। এরমধ্যে বাংলাদেশের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি।
সবশেষ এ বছরের জানুয়ারিতে বিপিএলে হাঁকিয়েছেন শতরান। ফেব্রুয়ারিতে বিসিএলের ম্যাচে খেলেন ২৫৩ রানের অপরাজিত ইনিংস। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তার ব্যাট থেকে আসে ৭১ রান।
Discussion about this post