ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেক ইংলিশ কিংবদন্তি যা পারেননি, তাই করে দেখিয়েছেন আইরিশ বংশোদ্ভূত ইয়ন মরগান। গত বছরের এ দিনে ইংল্যান্ডকে প্রথমবার নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ। মূলত এরপর থেকেই এ বাহাতি ব্যাটসম্যানের জীবন বদলে গেছে।
আজ থেকে ঠিক এক বছর আগে হয়েছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মরগানের মতে, ১৪ জুলাই ২০১৯ তারিখের সেই লর্ডসের ফাইনালটি বদলে দিয়েছে তার জীবন। শুধু তার জীবন নয়, ইংল্যান্ডে ক্রিকেটের গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দিয়েছে ক্রিকেট। যুক্তরাজ্যের খেলাধুলার ইতিহাসে এখন সেই ফাইনাল ম্যাচটিও অন্যতম সেরা একটি মাইলফলক, ‘আমি মনে করি, (সেই ফাইনালের পর থেকে) খেলাটির গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বাইরে বের হলেই লোকে আমাকে দেখলে ছুটে আসে, সেটা হোক রাস্তা, ক্যাফে কিংবা পাবে। শুধু দেশেই নয়, যখন ছুটিতে কোথাও যাই, তখন অন্য কোন খেলার মাঝেও মানুষ কথা বলতে আসে।’
নিজের জীবন বদলে যাওয়ার ব্যাপারে মরগান বলেন, ‘পুরো ব্যাপারটিই একপ্রকার ক্রীড়া উৎসবের। মানুষ সবসময়ই শিরোপা জিততে ভালোবাসে। ক্রিকেটের গুরুত্বও অতি অবশ্যই বেড়ে গেছে। এভাবে আমার জীবনটাও বদলে গেছে। লোকে এখন আমাকে অনেক বেশি চেনে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, জীবনে যেকোন কিছু পাওয়ার জন্য সেটা হোক বিশ্বকাপ কিংবা একটা ফরোয়ার্ড ডিফেন্স, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন, তত মধুর ফল পাবেন। এটাই মানব বৈশিষ্ট্য, অন্তত আমি মনে করি। সেই দিনটির নাটকীয়তা পুরো খেলাটির জন্যই একটা বিজ্ঞাপন হয়ে গেছে। সেই দিনটা এখন ব্রিটিশ খেলাধুলার ইতিহাসের অন্যতম সেরা একটা দিন।’
Discussion about this post