ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কাছে হার মানতে হয়েছে। এই প্রাণঘাতি ভাইরাস যখন সংক্রমণ শুরু করল তখনই থমকে গেল গোটা বিশ্ব। মার্চের মাঝামাঝি থেকেই এমন দৃশ্যপট। এবার গৃহবন্ধী হয়েই ছিলেন ক্রিকেটাররা। সেই দিন অবশেষে ফুরাচ্ছে। লম্বা বিরতি শেষে মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।
৮ জুলাই, বুধবারই শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সাউদাম্পটন টেস্ট। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ১১৬ দিন পর আবারও মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট।
গত ১৩ মার্চ সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেটিই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপরই করোনার কারণে সিরিজটি স্থগিত হয়ে আছে। তারপর থেকে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট।
করোনা পরবর্তী ক্রিকেটে গ্যালারি থাকবে না দর্শক। সংক্রমণ থেকে বাঁচতে ক্রিকেটার, আম্পায়ার, স্টাফ, মাঠ কর্মী, ধারাভাষ্যকার সবার জন্য করা হয়েছে সুরক্ষিত ও জীবানুমুক্ত পরিবেশ। সাউদাম্পটনে যে মাঠে খেলা হবে তার পাশেই হোটেল। সেখানেই আছেন ক্রিকেটার, আম্পায়ার, স্টাফ, ধারাভাষ্যকাররা।
ধারাভাষ্য কক্ষে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। আর মাঠের চারপাশে হ্যান্ড-স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হবে।
আইসিসির শর্ত অনুযায়ী দর্শকশূণ্য স্টেডিয়ামে জীবাণুমুক্ত পরিবেশে হবে টেস্ট ম্যাচটি। স্টেডিয়ামে খেলার সঙ্গে থাকবে দর্শকদের ‘নকল শব্দ’। চার-ছক্কা কিংবা আউট হলে আধুনিক প্রযুক্তির সাহায্যে থাকবে দর্শক উল্লাস। আর বোলাররা তো মুখে লালা বলে ব্যবহার করতে পারবেন না। সব মিলিয়ে নতুন পরিবেশে হবে করোনা পরবর্তী ক্রিকেট।
Discussion about this post