ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো সরগরম হয়ে উঠেছিল শ্রীলঙ্কান ক্রিকেট। অভিযোগটাও মারাত্মক। ২০১১ বিশ্বকাপের ফাইনাল নাকি ভারতের কাছে ‘বিক্রি’ করে দিয়েছিল শ্রীলঙ্কা। খোদ তখনকার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে যখন অভিযোগ তুলেন তখন তো গুরুত্ব দিতেই হয়।
তবে বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তার সঙ্গে কথা বলা শেষে শুক্রবার তদন্তের সমাপ্তি টেনেছে শ্রীলঙ্কান পুলিশ। ম্যাচটি পাতানোর কোনো প্রমাণ না পায়নি তারা।
ভারতের বিপক্ষে হেরে যাওয়া মুম্বাইয়ের সেই ফাইনালে আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন করে শ্রীলঙ্কা। তারপরই উঠে প্রশ্ন।
সেই সময়ের শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে গত ১৮ জুন অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছে শ্রীলঙ্কা। কয়েকজন ক্রিকেটার জড়িত থাকার ইঙ্গিতও দেন তিনি।
এরপরই শ্রীলঙ্কান সরকার শুরু করে তদন্ত। প্রথমেই আলুথগামাগের বক্তব্য রেকর্ড করে তারা। এসেই সময়ের জাতীয় দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি হন দুই তারকা ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।
বিশেষ তদন্ত বিভাগের প্রধান পুলিশ সুপার জগত ফনসেকা তদন্ত শেষে শুক্রবার বলেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। নিজেরা আলোচনা শেষ করে তদন্তের সমাপ্তিও টেনে দিয়েছি।’
আলুতগামাগের তোলা ১৪ দফা অভিযোগের কোনো প্রমাণ পাননি তারা। এ কারণে খেলোয়াড়দের আর কোনো জিজ্ঞাসাবাদ করার দরকার নেই! তবে সাঙ্গাকারা ও মাহেলার মতো কিংবদন্তি ক্রিকেটাররা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন!
Discussion about this post