ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছর মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল বাংলাদেশ দল। যা এখনও ভুলতে পারেনি টাইগাররা। নৃশংস সে হামলায় ৫১জন হত্যার দায় স্বীকার করেছিলেন হামলাকারী ব্রেন্টন টারান্ট। আগস্টে এ মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে কিউই সংবাদমাধ্যম।
আগামী ২৪ আগস্ট থেকে তিন দিন আদালতে হবে সন্ত্রাসী হামলায় রায়ের কার্যক্রম। নিউজিল্যান্ড হাই কোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডার কাল এই তারিখ ঘোষণা করেন। ভিডিও প্রযুক্তির সুবিধা থাকবে এই বিচার কার্যক্রমে। হামলার শিকার হওয়া কেউ চাইলে ভিডিওতে এই বিচার প্রক্রিয়া দেখতে পাবেন, অংশও নিতে পারবেন। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা বেশি।
গত বছর মার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হামলা চালান টারান্ট। এতে অল্পের জন্য বেঁচে ফিরেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ট্র্যাজেডির বিচার হতে যাচ্ছে এবার।
তার আগে লিটন দাস ও নাঈম হাসান ছাড়া দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। জানান, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। পরে তাদের হোটেলে নিয়ে আসা হয়।
ঐ মসজিদে যখন গুলি চলছিল, তার কয়েক হাত দূরেই ছিল বাংলাদেশ দলের বহনকারী বাস। ঐদিন সংবাদ সম্মেলন থেকে টাইগার টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ কিছুটা দেরি না করলে সর্বনাশ হয়ে যেত। ঐ সন্ত্রাসী হামলার কারণে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
Discussion about this post