মনে হচ্ছিল অনায়াসেই বুঝি ম্যাচটা জিতে যাচ্ছে পাকিস্তান। ৫০ ওভারে লক্ষ্য ১৮৪। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার জয়ের পথেই ছিল তারা। ৫ উইকেট হারিয়ে তুলে নিয়েছিল ১৩৫ রান। ৫৮ রান করে আজমল শেহজাদ ফিরে যান। এরপর মিসবাহ উল হক যখন আউট হন তখন পাকিস্তান জয় থেকে ৪৯ রান দূরে।
তারপর উমর আমিন ও উমর আকমল ৩০ রানের জুটি গড়লে লক্ষ্যটা নেমে আসে ১৯ রানে। কিন্তু শারজায় তখনো অনেকট নাটক বাকী! হুড়মুড় করে ভেঙ্গে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। হতাশ করে দিয়ে শহিদ আফ্রিদি ফিরে যান মাত্র ৯ রানে। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ৪৯.৫ ওভারে অলআউট হয়ে তুলে ১৮৩ রান।
১ নভেম্বর পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ১৮৩/১০ (স্মিথ ২০, ডুমিনি ২০, ডি ভিলিয়ার্স ৪, মিলার ৩৭, ম্যাকলারেন ৮, পার্নেল ৫৬, মরকেল ৪, সোতসোবে ১৬*, তাহির ১; আজমল ৪/৩০, আফ্রিদি ৩/৩৭, তানভীর ২/৩৩, ইরফান ১/৩৫)
পাকিস্তান: ৪৬.৩ ওভারে ১৮২/১০ (শেহজাদ ৫৮, হাফিজ ২৮, মিসবাহ ৩১, আমিন ২০, উমর আকমল ১৮, আফ্রিদি ৯; পার্নেল ৩/৪১, তাহির ৩/৪৫, মর্কেল ২/২৩, সোতসোবে ২/২৮)
ফল: দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী
ম্যাচসেরা: ওয়ানে পার্নেল
Discussion about this post