ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভক্তরা প্রার্থনা করে যাচ্ছেন তার জন্য। সবার দোয়ায় সুস্থতার পথেই আছেন মাশরাফি বিন মর্তুজা। করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর অবশ্য দ্বিতীয়বারের মতো টেস্ট করানো হয়নি।
এরমধ্যে গত ২৮ জুন রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি নিশ্চিত করেন তার নেগেটিভ আসেনি। যদিও গুঞ্জন ছড়ায় সাবেক এই অধিনায়ক সম্পূর্ণ সুস্থ আর করোনামুক্ত।
আসল খবর হলো-এখনো দ্বিতীয় দফায় পরীক্ষা করান নি মাশরাফি। কিন্তু সুস্থ হয়ে উঠেছেন তিনি। মাশরাফি জানান, ;আমি সুস্থ আছি। ভালো আছি। কোন সমস্যা নেই। তবে করোনা টেস্ট নেগেটিভ আসার প্রশ্নই আসে না। কারণ আমি দ্বিতীয়বার টেস্টই করাইনি। সেটা দুই সপ্তাহ পার হওয়ার পর করাবো।’
তার মানে টেস্টে তার করোনা নেগেটিভ হওয়ার খবরটি সত্য নয়।
২০ জুন করোনা পজিটিভ হয়েছিলেন মাশরাফি। এ অবস্থায় আগামী ৪ জুলাই ১৪ দিন পূর্ণ হবে ম্যাশের। তখনই দ্বিতীয়বার করোনা টেস্ট করাবেন এই কিংবদন্তি ক্রিকেটার। তার আগে স্বস্তির খবর তিনি ভাল আছেন। অনেকটাই সুস্থ এই তারকা ক্রিকেটার।
Discussion about this post