ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। করোনাভাইরাসের সংক্রমণ যে কিছুতেই কমছে না। এরমধ্যে শনিবার খবর মিলল মাশরাফি বিন মতুর্জা করোনা আক্রান্ত। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নড়াইল ২ আসনের সংসদ সদস্য। সেই তারকা ক্রিকেটার কোভিড-১৯ পজেটিভ।
মাশরাফি করোনা আক্রান্ত-খবরটা শুনেই চিন্তিত ভক্তরা। তারা পাশে আছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটারের। একইসঙ্গে তার জন্য প্রার্থনা ও শুভ কামনা জানালেন সতীর্থরাও। ক্যাপ্টেনের পাশেই আছে সবাই।
মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘আপনি সবসময়ের চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ আপনি সব বাঁধা পেরিয়ে আসবেন। বিলিয়ন মানুষের দোয়া রয়েছে আপনার জন্য। দেশের প্রয়োজন আপনাকে।’
প্রিয় ক্যাপ্টেন মাশরাফির জন্য প্রার্থনা থাকছে তাসকিন আহমেদের। অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘ইনশাল্লাহ, সবকিছু ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ হেফাজত করুন। সবাই মন থেকে দোয়া করবেন। আপনি সব বাধা দূর করে জয়ী হয়েছেন, এ বাধাও দূর করবেন ইনশাআল্লাহ। শক্ত থাকুন চ্যাম্পিয়ন।’
জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেন। তিনি ফেসবুকে লিখলেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেবেন প্রিয় ম্যাশ ভাই।’ মেহেদী হাসান মিরাজ মাশরাফির দ্রুত সুস্থতা কামনা করে ফেসবুকে লিখলেন ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেবেন মাশরাফি ভাই। আপনারা মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন।’ আরেক ক্রিকেটার লিটন দাস লিখেছেন, ‘খুব দ্রুত সুস্থতা কামনা করছি।’
সাব্বির রহমান পাশে আছে ক্যাপ্টেনের। তিনি লিখলেন, ‘মাশরাফি ভাই করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। সবাই মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন।’ মোসাদ্দেক হোসেনের প্রার্থনা, ‘ম্যাশ কোভিড পজিটিভ। ইনশাল্লাহ দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন।’ সৌম্য সরকারও প্রার্থনা করছেন ম্যাশের জন্য। তিনি ফেসবুকে লিখেছেন, ‘শক্ত থাকুন চ্যাম্পিয়ন।’
ইমরুল কায়েস ফেসবুকে লিখলেন, ‘মাশরাফি ভাইয়ের করোনার পজিটিভ হওয়ার খবরটি সত্যিই হৃদয় ভেঙে দেওয়ার মতো খবর। আশা করি ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
বাংলাদেশ দলে মাশরাফির সাবেক সতীর্থ তুষার ইমরান। তিনিও খবরটা শুনে বিচলিত। তিনি লিখলেন, ‘সাধারণ মানুষের পাশে গিয়ে যেভাবে কাজ করেছে মাশরাফি, দুর্জয় ভাই, আ জ ম নাসির ভাই, তাতে করে যেকোনও সময় করোনা হওয়ার আশঙ্কা ছিল। তারা করোনার কথা চিন্তা করেনি, মাশরাফিসহ সবার জন্য দোয়া চাই।’
সবার প্রার্থনা থাকছে মাশরাফির জন্য।
Discussion about this post