ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সংক্রমণের এই দুঃসময়ে সুখবর নেই। চারপাশ থেকে দুঃসংবাদ! এরমধ্যে রোববার চলে গেলেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের তারকা অভিনেতা। ক্রীড়াপ্রেমীদের কাছে তিনি মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের নায়ক হিসেবেই পরিচিত। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বায়োপিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সুশান্ত।
সেই সুশান্ত সিং রাজপুত মাত্র ৩৪ বয়সে চলে গেলেন। মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে রোববার তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন এ অভিনেতা।
তার মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গনের মানুষরাও। অবসাদে ভুগে নিজেকে শেষ করে দেওয়া এই তারকার বিদায়ে স্তব্ধ অনেকেই। শোকাহত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। টুইটারে তিনি লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর শুনে হতবাক, দুঃখিত। তিনি তরুণ ও প্রতিভাবান এক অভিনেতা। তার পরিবার বন্ধুদের প্রতি আমার সমবেদনা থাকল। তার আত্মার শান্তি কামনা করছি।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও মানতে পারছেন না এই প্রয়ান। বড় পর্দার ধোনির জন্য কোহলি লিখলেন, ‘সুশান্ত সিং রাজপুতের খবরটা শুনে হতবাক। এটা মেনে নেওয়া খুব কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর ওর পরিবার ও বন্ধুদের শক্তি দান করুন।’
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার বলিউড সিনেমার ভক্ত। ধোনির বায়োপিক দেখেছেন তিনি। সুশান্তের অভিনয়ের ভক্ত ওয়ার্নার লিখলেন, ‘এই খবর শুনে খুব খুব কষ্ট পেয়েছি। শান্তিতে ঘুমাও সুশান্ত সিং রাজপুত।’
শিখর ধাওয়ান লিখলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মর্মাহত। বিশ্বাস করতে পারছিনা! তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। ইশ্বর ওর আত্মাকে দান করুক।’ সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ টুইটারে লিখেছেন, ‘জীবনে কখন কী হয় আমরা জানি না, আমরা বুঝতেও পারি না। দয়াশীল হন।’
রোহিত শর্মাও হতাশ। তার টুইট, ‘এটা বিরক্তিকর। এটা ঘটেছে, এমনটা হতে পারে না। সত্যিই বিরক্তকর। খুবই ভাল অভিনেতা। আত্মার শান্তি কামনা করি।
ভিভিএস লক্ষণ এমন অবসাদের ব্যাপারটা ভালই জানেন। সুশান্তের খবরটা শুনে তার অভিব্যক্তি, ‘মানসিক স্বাস্থ্য একটি খুবই গুরুতর সমস্যা আর এটি পাওয়ার চেয়ে বেশি মনোযোগের প্রয়োজন। সংবেদনশীল, সহানুভূতিশীল, মৃদু আর ধারাবাহিকভাবে মানসিক সমস্যায় যারা লড়ছে তাদের কাছে পৌঁছানো বেশ গুরুত্বপূর্ণ। সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা থাকল আমার।’
Discussion about this post