ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাপারটা রীতিমতো বিস্ময়কর। কারণ সাম্প্রতিক সময়ে এমনটা হয়নি। যে কোন একাদশ গড়লেই রাখতে হচ্ছে সাকিব আল হাসানকে। পারফরম্যান্স দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অথচ বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই তিন ফরম্যাটের সেরা তিন বাছাই করলেন টম মুডি।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও সময়ের অন্যতম সফল কোচ টম মুডি এক পডকাস্টে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ইয়ান বিশপের সঙ্গে কথা বলতে গিয়ে তিন ফরম্যাটে তিনজন করে অলরাউন্ডার বাছাই করেন। সেখানে নেই সাকিবের নাম।
মুডি টেস্টে সেরা তিনে বেছে নেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স আর পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
বিস্ময়কর হলেও সত্য ওয়ানডেতেও মুডির সেরা তিনে জায়গা হয়নি সাকিবের। এই ফরম্যাটে মুডির সেরা তিন অলরাউন্ডারের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার-ল্যান্স ক্লুজনার, জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
টি-টুয়েন্টিতেও নেই সাকিব। এক্ষেত্রে টম মুডি তার পছন্দের সেরা তিনে রেখেছেন-ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও পাকিস্তানের শহিদ আফ্রিদিকে।
সন্দেহ নেই টম মুডির এই দল নিয়ে বিতর্ক হবেই।
Discussion about this post