ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছে বেশ কয়েকটি দেশে। তার পথ ধরে সবকিছু স্বাভাবিক করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড। অনুশীলনে ক্রিকেটারদের ফেরাল শ্রীলঙ্কা ক্রিকেট। পরিকল্পনা করছে পাকিস্তান, ভারতও। আবার অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট চালু হচ্ছে ৬ জুন থেকে।
এ অবস্থায় ক্রিকেট ফেরানোর কথা ভাবছে বাংলাদেশও। প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
পরিকল্পনা নিয়ে বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে নির্দেশনা দিয়েছে বিসিবি।তিনি গণমাধ্যমে জানান, ‘দেখুন, ক্রিকেটারদের ফিট রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনা পরিস্থির তেমন উন্নতি হয়নি। বিসিবি আমার কাছে পরিকল্পনা চেয়েছিল আর আমি তিনটি পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো জমা দেবো। বিসিবি সিদ্ধান্ত নেবে যে তারা কখন এগুলো কার্যকর করতে শুরু করবে।’
জানা গেছে তিন ধাপের প্রথমটি- একক ট্রেনিং। দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রথমে হচ্ছে একক ট্রেনিং। পুরোপুরি আইসোলেশনে থাকতে হবে দূরত্ব বজায় রেখে। নির্দিষ্ট ক্রিকেটার এসে তার ট্রেনিংগুলো করবে, কিছু স্কিল ট্রেনিং করবে। একজন সুপারভাইজার থাকবে, ট্রেনার, ফিজিও থাকবে।’
এরপর হবে পর্যায় ক্রমে দলগত অনুশীলন। দেবাশীষ বলেন, ‘দেখুন, আমরা দলগত অনুশীলনে ৩ জন করে আনতে চাই। আইসিসি জানিয়েছে- ১ জন, ৩ জন, ১০ জন অথবা ১০ জনের বেশি। তবে শ্রীলঙ্কা ১৩ জন নিয়ে শুরু করেছে।’
শেষ ধাপে আসবে বোলাররা। দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমাদের তৃতীয় ধাপে থাকবে বোলাররা। পেস বোলারই মূলত, স্পিনাররাও আসতে পারে।’
সব মিলিয়ে মাঠে কবে মুশফিকরা ফিরবেন নিশ্চিত নয়, তবে তাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিবি।
Discussion about this post