ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনো সুঁতোর ওপর ঝুলছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। করোনাভাইরাসে পাল্টে গেছে দৃশ্যপট। এ অবস্থায় শঙ্কায় আছে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরের আয়োজনে যখন অনিশ্চয়তা তখন সভায় বসেন আইসিসির কর্তারা। যদিও বৃহস্পতিবার টেলিকনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে কোন সিদ্ধান্ত আসেনি।
আগামী ১০ জুন ফের আলোচনা হবে তখনই সিদ্ধান্ত নেবে আইসিসি। তখনই জানা যাবে এ বছর বিশ্বকাপ হবে কীনা তার উত্তর।
আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই টেলিকনফারেন্স। বৈঠকের অনেক খবর আগেভাগে মিডিয়া কিভাবে চলে প্রকাশ হয়ে পড়ছে- তা নিয়ে একাধিক বোর্ড সদস্য ক্ষোভ প্রকাশ করলেন। এ ব্যাপারে সমাধান খুঁজে বের করতে হবে বলে জানান কর্তারা।
আইসিসির এথিকস কমিটির কর্মকর্তার নেতৃত্বে এনিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটি আগামী ১০ জুনের তাদের রিপোর্ট পেশ করবেন।
একইসঙ্গে অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরের টি- টুয়েন্টি বিশ্বকাপ নিয়েও সভা থেকেও পরিস্কার কোন কিছু জানায়নি আইসিসি। যদিও এর আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে বিশ্বকাপ ঠিক সময়ে করতে চায় তারা। যদিও করোনা পরিস্থিতি বলছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ পেছানো সময়ের ব্যাপারমাত্র।
Discussion about this post