ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখন করোনাভাইরাস সংক্রমণ কমেনি। বিশেষ করে এই উপমহাদেশে বেড়েই চলেছে। এরমধ্যে ঠিক নেই কবে ফিরবে মাঠের ক্রিকেট। তবে একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে করোনা পরবর্তী ক্রিকেট অন্যরকম হবে! কারণ অনেক কিছুই পাল্টে যাচ্ছে।
এরমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সুনির্দিষ্ট কিছু বিধি-বিধান জানিয়ে দিয়েছে। অবশ্য প্রতিটি দেশের সরকার যখন মনে করবে ক্রিকেট মাঠে ফেরার মতো স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত আছে তখনই ফিরবে মাঠের ক্রিকেট।
তার আগে আইসিসি বিধি-বিধানের কথা সকল সদস্য দেশকে জানিয়ে দিয়েছে। সেই তালিকা থেকে শীর্ষ ৭টি এখানে উল্লেখ করা হল-
১. ক্রিকেটারের মধ্যে করোর করোনাভাইরাস সংক্রমণের ন্যূনতম উপসর্গ থাকলে সেটা দলের মেডিকেল কর্মকর্তাকে জানাতে হবে। তখন সেই আক্রান্ত ক্রিকেটারের জন্য আইসোলেশনের ব্যবস্থা করতে হবে।
২. ক্রিকেট ম্যাচে বলের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। এ কারণে বল ব্যবহারের ক্ষেত্রে আইসিসি’র প্রদত্ত নীতিমালা সবাইকে অনুসরণ করতে হবে। বলে থুথু কিংবা লালা লাগানো যাবে না।
৩. একইভাবে ক্রিকেট ম্যাচে শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। উদযাপন করার ক্ষেত্রে একে অন্যকে জড়িয়ে ধরার বিষয়টি নিরুৎসাহিত করা হয়েছে। একইসঙ্গে পৃথক পানির বোতল ব্যবহার করতে হবে। টাওয়েলও আলাদা হতে হবে।
৪. সানগ্লাস, টুপি, সোয়েটার বা টাওয়েল সবকিছুই ক্রিকেটারদের নিজের দায়িত্বে রাখতে হবে। আম্পায়ার অথবা নিজ দলের অন্য কারো কাছে জমা রাখার আগের চিন্তা থেকে সরে আসতে হবে।
৫. আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা সাপোর্ট স্টাফদের যাদের বয়স ষাটোর্ধ, এদের কেউ যদি হৃদরোগ, কিডনি, বহুমূত্র, স্থুলকায় বা শারীরিক দুর্বলতায় ভোগেন তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির তালিকায় থাকবেন তারা।
৬. ইনডোর ক্রিকেট অনুশীলনে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। সফরকারী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ সবাইকে কোয়ারেন্টিনের নিয়ম মেনে চলতে হবে।
৭. হোটেলের একটি নির্দিষ্ট ফ্লোরের পুরোটাই ক্রিকেটারদের জন্য ছেড়ে দিতে হবে। প্রত্যেক ক্রিকেটার থাকবেন পৃথক কক্ষে। রুম ভাগাভাগি করা যাবে না। বিদেশে সফরের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করাকে উৎসাহিত করা হচ্ছে। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহার করতে হবে। ক্রিকেটারদের পরিবহনের জন্য গাড়ী এবং ড্রেসিংরুম জীবানুমুক্ত করতে হবে আর সামাজিক দূরত্ব বজায় বজায় রাখতে হবে ক্রিকেটারদের।
Discussion about this post