ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি সত্যিকার অর্থেই এক নেতা। মাঠে খেলার সময় স্থাপন করেছেন লাগসই দৃষ্টান্ত। আবার রাজনীতির মাঠেও সফল। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন ফের মুগ্ধতা ছড়ালেন। জনসেবাতেও প্রাণ উজাড় করে দিচ্ছেন তিনি। জনপ্রতিনিধি হিসেবে একের পর এক চমক দেখাচ্ছেন মাশরাফি।
এবার নিজের মা’র জন্য যে শাড়ি কিনেছেন ঠিক একই সময় ছাত্রলীগের নেতাদের মা’দের জন্য একই রকম শাড়ি কিনে পাঠালেন মাশরাফি। জেলা ছাত্রলীগের অধিকাংশ নেতার মা এর হাতে মাশরাফির উপহার পৌঁছে গেছে।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু গণমাধ্যমে বলেন, ‘মায়ের জন্য ভালোবাসা’ সম্বিলিত প্যাকেট পাঠিয়েছেন। আমরা সেগুলো সকল ইউনিটের সভাপতি-সেক্রেটারির মা এর হাতে পৌঁছে দিচ্ছি। মাশরাফি ভাই নিজে এই শাড়ি কিনে পাঠিয়েছেন। তার মায়ের জন্য যে শাড়ি কিনেছেন একই শাড়ি আমাদের মায়েদের জন্যও পাঠিয়েছেন। এই উপহার পেয়ে সকলেই অনেক খুশি।’
সব মিলিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাশরাফি। এর আগে করোনার শুরুতে বাড়িতে বাড়িতে ডাক্তার পাঠান তিনি। এমন কী চিকিৎসা নিয়ে যান সবার হাতের নাগালে।
Discussion about this post