ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পুরো ক্রীড়াঙ্গন মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছে ক্রিকেট। এমন অবস্থায় সব ক্রীড়াবিদরাই ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। তাই এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের ঈদে সংস্থাটি ১৬শ ক্রিকেটারকে দিচ্ছে বোনাস।
যেকোন মানুষের কাছে ঈদ মানে বাড়তি আনন্দ। কিন্তু এবারের ঈদ সম্পূর্ণ ব্যতিক্রম অবস্থা সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সেই কথা মাথায় রেখে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও এবার স্মরণ করেছে বিসিবি। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের ৭৬ ক্লাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে বোনাস দিচ্ছে তারা।
বিসিবি এবার ১৬শ ক্রিকেটারদের মধ্যে ঈদ বোনাস দেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা। এর আগে এসব ক্লাবের অফিস স্টাফদের খাদ্য সহায়তা দেয় বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা আগেও চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ঈদের আগেই সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করছি।
Discussion about this post