ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেক আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই ব্রেসলেট। মাশরাফি বিন মর্তুজার ১৮ বছরের সঙ্গী। সুখ-দুঃখের সাথী সেই ব্রেসলেটটি নিলামে তুলেন তিনি। লক্ষ্য এই অর্থ দিয়ে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করা। করোনাভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে থাকতেই এমন উদ্যোগ নেন ম্যাশ।
আকাশ ছোঁয়া দামে বিক্রি হলো এই ব্রেসলেট। যার ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। নিলামে তুমুল আগ্রহ ছিল। শেষ অব্দি সেই ব্রেসলেট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়!
ফেসবুকে ‘Auction 4 Action’ পেজ-এ নিলাম শেষে বিজয়ীর ঘোষণা দেওয়া হয় সোমবার শুরুর প্রহরে। ব্রেসলেট কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।
নিলামের সর্বোচ্চ দর ছিল ৪০ লাখ। তারা বাড়িয়ে দেয় আরও ৫ ভাগ। তাতে চূড়ান্ত মূল্য দাঁড়ায় ৪২ লাখ টাকা।
তবে নিলামে বিক্রি হলেও ব্রেসলেট থাকবে মাশরাফির হাতেই। বিএলএফসিএর চেয়ারম্যান মমিন উল ইসলাম জানিয়েছেন, এই ব্রেসলেট কিনে নিয়ে তারা ফের মাশরাফিকেই উপহার দিতে চান। এটি মাশরাফির হাতেই মানাবে সবচেয়ে বেশি!
সামনের কোন সময়ে আনুষ্ঠানিকভাবে এ ব্রেসলেট মাশরাফিকে উপহার দেবে বিএলএফসিএ।
মাশরাফি গত ১৮ বছর ধরে সিলভারের তৈরি এই ব্রেসলেট পরে ক্রিকেট খেলছেন। এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই ধরে নিয়েছেন তিনি। কারণ এটি পরে খেললে বাড়তি স্বস্তি মেলে তার।
Discussion about this post