ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুশফিকুর রহিমের ব্যাট নিয়ে হয়েছে নাটকের পর নাটক। ভুয়া ক্রেতাদের কারণে শেষ পর্যন্ত নিলাম থেকে সরে আসার ঘোষণাও দেন বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটসম্যান। তবে সেই নাটক শেষে ছিল চমক। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি ইতিহাসের স্বাক্ষী এই ব্যাট চলে যাবে শহিদ আফ্রিদির বাড়িতে।
মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে ২০ হাজার ডলারে কিনে নিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটি ১৭ লাখ টাকার মতো।
সেই ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এ ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেন মুশফিক, টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের হয়ে যে কোন ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তুলেন মুশি। অনলাইন নিলাম শেষ হয় গত বৃহস্পতিবার। এরপর শুক্রবার রাতে মুশফিক জানান এই ব্যাট কিনে নিয়েছেন আফ্রিদি।
মুশফিক বলেন, ‘দেখুন, আমি অনেক আগে থেকেই আফ্রিদির অনেক বড় ফ্যান। বিপিএলে এক দলে খেলেছি, বিপক্ষে দলে তো খেলেছিই। তার সঙ্গে আমাদের ভালো স্মৃতি আছে অনেক। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। ভালো বোঝাপড়া আছে। তার ফাউন্ডেশন অনেক দিন থেকে কাজ করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা কার্যক্রম উনার মতো চালিয়ে আসছেন। এত বড় ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত।’
আফ্রিদির সঙ্গে এই ব্যাটের নিলামে মধ্যস্থতা করেন সতীর্থ ও প্রিয় বন্ধু তামিম ইকবাল।
Discussion about this post