ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একসঙ্গে দুটো সুখবর পেলেন তিনি। ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়ক হলেন। আবার জায়গা পেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির এ গ্রেডে। সময়টা এখন বাবর আজমের। সরফরাজ আহমেদকে সরিয়ে তাকেই করা হলো ওয়ানডে অধিনায়ক। তিনি আগে থেকেই ছিলেন জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক। টেস্ট অধিনায়ক আজহার আলী।
একইসঙ্গে বুধবার ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। এবার বোর্ডের চুক্তিতে জায়গা হারালেন মোহাম্মদ আমির। টেস্ট ক্রিকেটকে গুডবাই বলেছিলেন তিনি। এ কারণেি্ কীনা কে জানে পিসিবি চুক্তি থেকে বাদ দিল তার নাম। চুক্তে নেই পেসার ওয়াহাব রিয়াজ ও হাসান আলীও।
পিসিবি উদীয়মান নতুন তিন ক্রিকেটার নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফকে রেখেছে চুক্তিতে। ইমার্জিং গ্রেডে আছেন তারা।
এ অবস্থায় এ’ গ্রেডে থাকা বাবর আজম, আজহার আলী ও শাহীন শাহ আফ্রিদি মাসিক ১১ লাখ পাকিস্তানি রুপি বেতন পাবেন।
এ গ্রেড থেকে বি গ্রেডে চলে নেমে গেলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। অবনমন হয়েছে ইয়াসির শাহরও। মাসিক ৭ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি বেতন তাদের। ইফতেকার আহমেদ ও নাসিম শাহ সি গ্রেডে মাসে পাবেন ৫ লাখ ৫০ হাজার রুপি।
Discussion about this post