ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল মার্চেই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার আগে এ তারকা আচমকায় নিজস্ব অনেক চিন্তা থেকেই বাংলাদেশকে একাধিকবার সাফল্য এনে দিয়েছেন। যে কারণে বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মজা করে বলে থাকেন, ‘মাশরাফি ভাইয়ের কাছে জিন আছে।’
ওয়ানডেতে মাশরাফির মতোই নেতৃত্ব দিতে চান তামিম। কিন্তু সমস্যা হলো মাশরাফির ‘জিন’টা তামিম কোত্থেকে পাবেন? সোমবার রাতে মাশরাফির সঙ্গে প্রায় এক ঘন্টা ফেসবুক লাইভে আড্ডা দেন তামিম। দুই তারকা ক্রিকেটারের আড্ডায় মাঠ ও মাঠের বাইরের নানা বিষয় উঠে আসে। আড্ডার ছলে নেতৃত্ব নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তামিম-মাশরাফি। সেখানেই তামিমকে নেতৃত্বের মন্ত্রণা দেন মাশরাফি।
আড্ডায় মজা করে মাশরাফির জিনের খোঁজ করেন তামিম, ‘আমি সবসময় বিশ্বাস করতাম, আপনার সঙ্গে জিন বা কিছু একটা আছে। আপনাকে যদি মানা করি অফ স্পিনার না দিতে। আপনি ঠিকই অফ স্পিনার এনে উইকেট বের করেন। আমি হয়তো আপনার মতো অধিনায়ক হতে পারব, কিন্তু জিনটা কোত্থেকে আনব?’
তামিম-মাশরাফি গত বিপিএলে খেলেছেন ঢাকা প্লাটুনের হয়ে। সেখানে বেশ কয়েকটি ম্যাচে জুয়া খেলে সফল হন মাশরাফি। জাতীয় দলে তো এমন উদাহরণ অহরহ। তামিম বলছিলেন, ‘বিপিএলে আপনি ফ্লেচারের সামনে মেহেদীকে বল করতে দেন। আমি মানা করছিলাম কিন্তু আপনি দিয়েছেন।এরপর দ্বিতীয় বলেই উইকেট পেল মেহেদী। রিয়াদ ভাইয়ের ক্ষেত্রেও এমন হয়েছে। আমি বাঁধা দেই, আপনি বলেন, “দাড়া দাড়া”। এখানে ভাইয়ের বিশেষ শক্তি আছে।’
সব সময় নিজের ওপর বিশ্বাস রেখেই সফল হয়েছেন মাশরাফি। তামিমকেও নিজের সিদ্ধান্তে পূর্ণ বিশ্বাস রাখতে বলেছেন সাবেক এ অধিনায়ক, ‘তুই অধিনায়ক থাকলে হয়তো তখন অফ স্পিনার দিতি না, তাই তো? এটা তোর বিশেষত্ব। আমার মন বলছে, তাই অফ স্পিনার দিয়েছি, এটাই আমার বিশেষত্ব। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আমি নিশ্চিত যে তুই তোর বিশেষত্ব নিয়েই সফল হবি।’
Discussion about this post