ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পুরো বিশ্বে বর্তমান সময়ে মহা আতঙ্গের নাম করোনাভাইরাস। এর প্রভাবে প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে ঘরবন্দী হয়ে পড়ায় অনেকেই হয়ে পড়েছেন অসহায়। এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এজন্য এ ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক গেল বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে জেতা দুটি স্মারক নিলামে তুলতে যাচ্ছেন। ব্যাপারটি তিনি নিজেই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।
গেল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দলের ব্যাটিং বিপর্যয়ে একাই লড়াই করেন আকবর। শেষ পর্যন্ত যুবাদের অবিশ্বরণীয় জয় এনে দেন তিনি। এরফলে লাল-সবুজের প্রতিনিধিরা প্রথমবার কোন আইসিসি ইভেন্টে শিরোপা উঁচিয়ে ধারে। এজন্য পুরো কৃতিত্ব পান আকবর। শুধু ঐ ম্যাচেই নয়, বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই তিনি দলকে দিয়েছেন সুনিপন নেতৃত্ব। এরফলেই বিশ্ব জয় সম্ভব হয়েছে বাংলাদেশ দলের।
বর্তমান সংকট কাটিয়ে উঠতে যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটাররা। এবার সে দলে নাম লেখাতে যাচ্ছেন আকবর। তাইতো এ ডানহাতি গেল বিশ্বকাপের ফাইনালে খেলা নিজের জার্সি-ব্যাট ও গ্লাভস নিলামে তুলবেন। সেখান থেকে পাওয়া অর্থ তিনি দান করবেন অসহায় মানুষদের জন্য। এ ব্যাপারে আকবর বৃহস্পতিবার ফেসবুকে লিখেছেন, ‘নিঃসন্দেহে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক ফাইনালের ম্যাচ জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত যুব বিশ্বকাপের ট্রফি জয়ী এই উইকেট রক্ষক বলেন, ‘নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’
Discussion about this post