ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস আতঙ্কে এবার স্থগিত হয়ে গেল আরও একটি ক্রিকেট সিরিজ। শনিবার জানা গেল আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের ক্রিকেট সফর স্থগিত। দু’দেশের ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে এই ম্যাচগুলো ভেন্যু ঠিক ছিল। সিরিজটা শুরুর তারিখ ছিল ১৪ মে। শেষ হওয়ার সূচি ২৯ মে।
এ অবস্থায় শনিবার ক্রিকেট আয়ারল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- ‘বিদেশ সফর, বিভিন্ন খেলাধুলা এবং গণজমায়েতের বিষয়ে আইরিশ ও যুক্তরাষ্ট্রের সরকারের গৃহীত নিদের্শাবলি এবং পরামর্শের কথা বিবেচনায় রেখে মহামারি করোনাভাইরাস প্রতিরোধের বর্তমান সময়টায় এই ক্রিকেট সফর স্থগিত করা হয়েছে।’
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘কোভিড-১৯ এখন যে হারে ছড়িয়ে পড়ছে সেই বাস্তবতার কথা চিন্তা করে এটা নিশ্চিত যে আসন্ন ক্রিকেট সিরিজ শুরু করাটা সম্ভবপর নয়। আর তাই কোচ, খেলোয়াড়, দর্শক এবং জন সাধারণের নিরাপত্তা বিধান করতে আমরা এই সফর স্থগিত রাখার ঘোষণা করছি। সবার আগে নিরাপত্তার কথাটাই মাথায় রাখতে হবে আমাদের।’
ওয়ারেন আরও বলেন- ‘সিদ্ধান্তে পৌঁছাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের যে সহায়তা দিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ। স্থগিত করা এই সফরের নতুন সূচি ঠিক করতে আমরা সামনের সময়টায় কাজ করে যাব।’
করোনাভাইরাসের প্রভাবে মুজিব বর্ষ উপলক্ষে এ মাসে হওয়ার কথা ছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। করোনা আতঙ্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই আয়োজন স্থগিত করেছে বিসিবি। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট পিছিয়ে দিতে বাধ্য হয়। একইসঙ্গে ঘরোয়া লিগসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমই বন্ধ রেখেছে বিসিবি।
Discussion about this post