ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শঙ্কাটা ছিল বেশ আগে থেকেই। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেটাই সত্যি হল। করোনাভাইরাসের প্রভাবে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন। সময়ের সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে। এদিকে অন্তত আগামী ১৫ এপ্রিলের আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর সম্ভাবনা নেই।
গত রবিবার থেকে এবারের ডিপিএল শুরু হয়েছিল। কিন্তু এ টুর্নামেন্ট দুই দিন পার না হতেই বিসিবি ঘোষণা দেয় দ্বিতীয় রাউন্ড স্থগিত। মূলত করোনাভাইরাসের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এরইমধ্যে আবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দেন, করোনার প্রভাবে আগামী ৩১ মার্চ দেশের সব ধরণের খেলাধুলা বন্ধ থাকবে।
বিসিবি এক রাউন্ড স্থগিত করলেও বেশিরভাগ ক্লাব ও ক্রিকেটাররা চেয়েছিল ডিপিএল চালিয়ে যেতে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির খাতিরেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে গতকাল জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘আপনারা জানেন যে পুরো পৃথিবীতেই যা হচ্ছে, সব জায়গাতেই খেলা বন্ধ। আমাদেরও ক্রিকেট বন্ধ হয়ে গেছে, প্রথম রাউন্ডের পড় ডিপিএল বন্ধ করেছি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দিন দুয়েক অপেক্ষা করি, অবস্থা ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। সেটি একটি তাৎক্ষনিক সিদ্ধান্ত ছিল। এখন আমরা সবাই বসে একটি সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। প্রথম দিকে মনে হয়েছে খেলোয়াড়রা খেলতে চাচ্ছে, ক্লাবগুলোও খেলতে চাইছিল। কিন্তু যত সময় যাচ্ছে, কিছু ভিন্নমতও আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত।’
বৃহস্পতিবার নাজমুল হাসান পাপন দেশের ক্রিকেট স্থগিতের কথা বললেও তিনি কিন্তু জানাতে পারেননি কবে ফিরবে আবার মাঠের ক্রিকেট। তবে তিনি জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হতে পারে আগামী ৩১ মার্চের পরের অবস্থা দেখে, ‘পরিস্থিতির যদি উন্নয়ন হয়, যদি মনে হয় এখন খেলা চালু করা সম্ভব, তাহলে আমরা খেলা চালু করব। সময় সম্পর্কে বলা মুশকিল। যদি বুঝতাম যে ৩১ মার্চের পর সব ঠিক হয়ে যাবে, তাহলে বলতাম ৩১ মার্চ! কিন্তু পরিস্থিতি তখন ভালো হয় নাকি আরও খারাপ হবে, তা তো জানি না। তবে আমার মনে হয় না, ১৫ এপ্রিলের আগে ডিপিএল শুরুর সম্ভাবনা আছে। বরং এটা আরও বাড়তে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শুধু ক্রিকেটারদের নয়, প্রতিটি মানুষের সচেতন ও সতর্ক হওয়া উচিত করোনাভাইরাস নিয়ে। এজন্যই আমরা মনে করছি, ক্রিকেট কোনোভাবেই চলতে পারে না।’
অনির্দিষ্ট কালের জন্য খেলা বন্ধ হলেও ক্রিকেটারদের সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন বিসিবি প্রধান, ‘লিগ শুরুর সময়ই প্রতিটা খেলোয়াড়কে একটা নির্দেশনা ক্লাব থেকে দেওয়া হয়েছিল। সতর্কতামূলক কথাগুলি তাদের জানানো হয়েছে। এখনও তাদের জন্য একই পরামর্শ থাকবে। একদম না পারলে যেন কেউ বাইরে না যায়। অন্য কারও সংস্পর্শে যত কম আসা যায়, তত ভালো। বলছি না লক ডাউন করতে হবে, করতে পারলে ভাল হতো। তবে ওদেরকে সাবধানে থাকতে হবে।’
Discussion about this post