ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। যে কারণে একের পর এক বাতিল হচ্ছে ক্রীড়া আসর। গত পরশই যেমন এক বছরের জন্য পিছিয়ে গেছে ফুটবলের দুটি বড় আসর ইউরো ও কোপা আমেরিকা। তবে আইসিসি আশাবাদী, নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে।
চলতি বছর ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য জানিয়েছে, নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনে পরিকল্পনা করছে তারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ার সাত ভেন্যুতে। দুই পর্বের আসরে অংশ নেবে ১৬টি দল। গত পরশু এক বিবৃতে আইসিসি জানায়, ‘চলমান করোনাভাইরাস সংকটের প্রতিক্রিয়া হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ আয়োজক কমিটি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এবং এটি অব্যাহত থাকবে।’
আইসিসি আরো জানিয়েছে, ‘ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২০, অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আমরা পরিকল্পনা করছি আসরটি এই সূচিতেই চালিয়ে নিতে।’
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলছে, নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী তারা।
Discussion about this post