আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠান রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হল রোববার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে পুরুষ এবং মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট, সময়সূচি ও ভেন্যু। জানা গেছে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটে টুর্নামেন্ট চলবে আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। ২২ দিনে ৬০ ম্যাচ। পুরুষদের ফাইনাল ও সেমিফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষপর্যন্ত ভেনু হওয়ার প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে কক্সবাজার!
আগেই জানা গিয়েছিল, এবারই প্রথমবারের মতো স্বাগতিক দেশ মূল দলগুলোর সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলতে পারছে না। স্বাগতিক হিসেবে সরাসরিই টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাছাই পর্ব পার হওয়া ছয়টি দেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলে প্রথম রাউন্ডের বাধা পেরুতে পারলেই বাংলাদেশ পাবে সুপার ১০ এ খেলার সুযোগ! বাংলাদেশ যদি বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সুপার টেনে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপে খেলবে। সুপার টেনের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১০ নভেম্বর থেকে।
সুপার টেনের গ্রপিং
গ্রুপ১ : শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দণি আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাছাই ১।
গ্রুপ ২ : ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাছাই ২।
মহিলাদের গ্রুপিং
গ্রুপ এ : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দণি আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড।
গ্রুপ বি : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
Discussion about this post