ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকদিন ধরেই মাঠের বাইরে। তার আগেও বল হাতে মাশরাফি বিন মর্তুজা জ্বলে উঠতে পারেননি। তাই বলে পারফরম্যান্সের সঙ্গে লজ্জা ও আত্মসম্মানের বিষয়টি মিলিয়ে ফেলবেন ক্রিকেট বদ্ধরা। ব্যাপারটি একবারেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তিনি বলেন, আমি কি চুরি করেছি যে লজ্জা পেতে হবে?
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের কাছেই যেন প্রশ্ন ছুড়ে দিলেন মাশরাফি- ‘আমি কি চোর?’
ক্যারিয়ারের সেরা সময় মাশরাফি পার করে এসেছেন বেশ আগেই। হয়তো তাই শেষ ১০ ওয়ানডে ম্যাচে তিনি উইকেট নিয়েছেন মাত্র একটি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সেই ২০১৯ বিশ্বকাপের পর। নিজের পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে নিয়মিত। সামলাতে হচ্ছে কঠিন প্রশ্ন। কিন্তু শনিবার সংবাদ সম্মেলনে মাঠের পারফরম্যান্সের সঙ্গে মাশরাফির আত্মসম্মানবোধ মিলিয়ে প্রশ্ন করার পর মেজাজ হারিয়ে ফেলেন মাশরাফি, ‘আত্মসম্মান বা লজ্জার কথা বলছেন, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মানবোধ—আমি মেলাতে পারি না। এত জায়গায় এত চুরিচামারি হচ্ছে, তাদের কোনো লজ্জা নেই। উইকেট আমি না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন, সমর্থকেরা করবে। লজ্জা পেতে হবে কেন? আমি কি বাংলাদেশের হয়ে খেলছি, নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি যে আমার লজ্জা পেতে হবে? আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দেবেন। জিনিসটা তো সাধারণ। এখন কথা হচ্ছে, আমার লজ্জা বা আত্মসম্মানবোধ আমি কার সঙ্গে দেখাতে যাব। আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের কেউ?’
একজন ক্রিকেটারের ক্যারিয়ারের পারফরম্যান্সের ওঠানামা থাকবেই। যে কারণে সমালোচনা হবেই। তাই বলে পারফরম্যান্সের সঙ্গে লজ্জা ও আত্মসম্মানবোধ মিশিয়ে ফেলবেন যে কেই। এ ব্যাপারটিতেই মূল ঘোর আপত্তি নড়াইল এক্সপ্রেসের, ‘যেকেউই পারফর্ম নাই করতে পারে। তার কোনো জায়গায় কমতি থাকলে সেগুলো নিয়ে প্রশ্ন থাকতেই পারে। খারাপ করলে সমালোচনা হবে, এটা সারা বিশ্বেই হচ্ছে। কিন্ত কথাটা যখন আসে লজ্জা আর আত্মসম্মানের, তখন আমার প্রশ্ন থাকে। আমার সমালোচনা করুক, কিন্তু আমার আত্মসম্মানবোধের প্রশ্ন আসছে কেন? সুতরাং এই জিনিসটার সঙ্গে আমি মোটেও একমত নই।’
কখনই কোন কিছু প্রমাণের জন্য ক্রিকেট খেলেননি মাশরাফি। শুধু মাত্র বাংলাদেশ দলকে জেতানোর জন্যই নিজের সর্বোচ্চটা দিয়েছেন তিনি। এ ব্যাপারে শনিবার মাশরাফি বলেন, ‘কোনো কিছু প্রমাণ করার জন্য আমি কখনো ক্রিকেট খেলিনি। নিজের চেষ্টায় ক্রিকেট খেলেছি। আর সোশ্যাল মিডিয়ায় কি প্রশ্ন উঠছে সেটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আপনার মনে কি প্রশ্ন আছে সেটাই আমাকে করুন। আবারও বলছি, আমি কখনো কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য ক্রিকেট খেলিনি। আমি বাংলাদেশের হয়ে খেলেছি। বাংলাদেশ দলকে জেতানো আমাদের প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব। সেরাটা দেওয়া আমাদের দায়িত্ব। চেষ্টা করে যাওয়াটা আমাদের দায়িত্ব। সেই চেষ্টা যাতে সফল হয় সেটাই আমরাই সবসময় করে থাকি।’
Discussion about this post