ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের ফানুস শুরুতেি্ চুপসে গেল। ভারতের নারীদের হারানো হলো না। নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পারল না প্রতিবেশী দেশটির সঙ্গে। সোমবার ‘এ’ গ্রপের ম্যাচে পার্থে ভারতের কাছে ১৮ রানে হারল টাইগ্রেসরা।
অস্ট্রেলিয়ার ওয়াকায় ভারতকে ১৪২ রানে আটকে দিয়েছিল মেয়েরা। মনে হচ্ছিল লড়াই জমবে। কিন্তু বাংলাদেশের ১২৪ রানের বেশি তুলতে পারল না। বাংলাদেশকে বেশ ভোগালেন পুনম যাদব। এই লেগ স্পিনার এবার নিয়েছেন ১৮ রানে ৩ উইকেট।
অবশ্য ভারতের শক্তিশালী বোলিং লাইন আপ। তাদের সামনে ১৪৩ রান কঠিন চ্যালেঞ্জ। এরমধ্যে দলে সেরা ব্যাটার রুমানা আহমেদকে বাংলাদেশ নামিয়েছে আট নম্বরে। শুরতেি্ ফেরেন শামিমা সুলতানা। তবে আরেক ওপেনার মুর্শিদা খাতুন লড়েছেন কিছুটা সময়। ২৬ বলে ৩০ করে ফেরেন।
সানজিদা আউট ১৭ বলে ১০ রানে। ফাহিমা ১৩ বলে ১৭ করে আউট। নিগার ৫ চারে ২৬ বলে ৩৫ করে ম্যাচ কিছুটা জমিয়ে তুলেন।জাহানারা আলম ১০ বলে ১০।
আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ টাইগ্রেসদের, ক্যানবেরার মানুকা ওভালে। ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২ মার্চ একই মাঠে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১৪২/৬ (তানিয়া ২, শেফালি ৩৯, জেমিমা ৩৪, হারমানপ্রিত ৮, দীপ্তি ১১, রিচা ১৪, কৃষ্ণমূর্তি ২০*, শিখা ৭*; জাহানারা ৪-০-৩৩-০, সালমা ৪-০-২৫-২, নাহিদা ৪-০-৩৪-০, পান্না ৪-০-২৫-২, রুমানা ২-০-৮-০, ফাহিমা ২-০-১৬-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৮ (শামিমা ৩, মুর্শিদা ৩০, সানজিদা ১০, নিগার ৩৫, ফারজানা ০, ফাহিমা ১৭, জাহানারা ১০, রুমানা ১৩, সালমা ২*, নাহিদা ২*; দীপ্তি ৪-০-৩২-০, শিখা ৪-০-১৪-২, রাজেশ্বরি ৪-০-২৫-১, অরুন্ধতি ৪-০-৩৩-২, পুনম ৪-০-১৮-৩)।
ফল: ভারত ১৮ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: শেফালি ভার্মা
Discussion about this post