ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নুতন এক দিগন্ত তার ক্যারিয়ারে। উইকেটকিপার হিসেবেই আলাদা পরিচয় তার। কিন্তু এখন মুশফিকুর রহিম শুধুই ব্যাটসম্যান। স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে এবার তিনি পেলেন প্রথম শতরান। সেই শতরানটাকে ডাবল বানিয়ে মাঠ ছাড়েন মুশি।
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ দাপটে করেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েই ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরিতে পা রাখেন মুশফিক। ৩১৫ বলে ডাবল। ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন মুশফিক।
সোমবার মিরপুরের মাঠে ডাবল সেঞ্চুরি করতেই ন্নভাবে উদযাপন করতে দেখা গেল তাকে। জিম্বাবুয়ের বোলার আইন্সলে এন্দলোভুকে বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরি করতেই হেলমেট ও ব্যাট রেখে দুই হাত আকাশে তুলে শুরুতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন। তারপর শূন্যে চুমু দিলেন।
এরপর ড্রেসিংরুমের দিকে দুই হাত দিয়ে থাবা বসানোর মতো কিছু একটা করলেন। অনেকেই ধরে নিয়েছিলেন সেটা হয়তো বাঘের গর্জন। কিন্তু ভুল ভাঙল দিন শেষে সংবাদ সম্মেলনে।
মুশি এমনটা করেছেন ছেলের জন্য। দুই বছর বয়সী পুত্র শাহরুজ রহিম মায়ানকে খুশি করতেই এই অভিনব উদযাপন। সংবাদ সম্মেলনে মুশফিক বলন, ‘আগে থেকে সেভাবে চিন্তা করিনি। ডাবল সেঞ্চুরি করার পর এভাবে করতে হবে, এটিও ভাবিনি। আমার ছেলে ডাইনোসর খুব পছন্দ করে। ও ডাইনোসর দেখলে খুব মজা পায়। ডাবল সেঞ্চুরি করার পর সেটিই শুধু দেখাতে চেয়েছি আমি। আমার এই ডাবল সেঞ্চুরিটা আসলে ওর জন্য।’
যদিও তার ডাবলের পরই গুঞ্জন ছিল মুশি হয়তো কাউকে জবাব দিয়েছেন। কারণ তাকে নিয়ে তো সমালোচনা কম হয়নি। পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে অনেক কথা শুনেছেন। কিন্তু প্রচন্ড পরিশ্রমী এই ক্রিকেটার দাপটেই ফিরলেন।
তাইতো জবাবের প্রসঙ্গটা সরিয়ে রেখে বলেন, ‘এটা কারও উদ্দেশে ছিল না। আমি কখনোই কারও প্রতি বিস্ফোরক কিছু, যতটুকু ক্যারিয়ার হয়েছে, কখনোই কারও প্রতি প্রতিশোধ বা প্রতিবাদ ধরনের কিছু করিনি। সবসময়ই মনে করি, নিজের লড়াই নিজের সঙ্গে করে যাব, যতদিন খেলি। পূর্ব পরিকল্পনা করে কিছু করিনি। এটা ভেবেছিলাম শুধু যে ডাবল করতে পারলে ছেলের জন্য করব। তাই করেছি।’
Discussion about this post