ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাফল্যের আরও একটা স্বীকৃতি মিলল। গত রোববারই ফাইনালে ভারতকে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো উঠেছে যুব বিশ্বকাপের ট্রফি। এই সাফল্যের রেশ থাকতেই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন চ্যাম্পিয়ন বাংলাদেশের তিন ক্রিকেটার-আকবর আলী, মাহমুদুল হাসান আর শাহাদাত হোসেন।
রানার্সআপ ভারতেরও তিন যাশাসবি জয়সাওয়াল, রবি বিষ্ণুই ও কার্তিক তিয়াগি আছেন সেরা একাদশে।
দুর্দান্ত খেলে আকবর ফাইনালে জয়ের নায়ক। ঠাণ্ডা মাথায় ব্যাট করেছেন তিনি। দল গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। উইকেটের পেছনে থেকে করেন বিশ্বকাপে ছয়টি ডিসমিসাল। সঙ্গে নেতৃত্ব তো আছেই। তিনিই দলের অধিনায়ক।
বিশ্বকাপের সেমি-ফাইনালে বাংলাদেশের জয়ের নায়ক তিনি। দুর্দান্ত এক শতরান হাঁকিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ৪৬ গড়ে টুর্নামেন্টে করেন ১৮৪ রান।
ফাইনালের আগে আউটই হননি শাহাদাত। ১৩১ রান করেন ১৩১ গড়ে। তিনিও আছেন একাদশে।
চারশ রান করে চমক দেখানো ভারতীয় ওপেনার জয়সাওয়াল রয়েছেন একাদশে। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী হলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ২৮৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার রবিন্দু রাসান্থা এরপরই রয়েছেন।
ছয়ে আছেন ক্যারিবিয়ান দলে আছেন আফগানিস্তানের শফিকুল্লাহ গাফারি। ১৫ রানে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টে সেরা ফিগার গড়েন। ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টে উইকেট শিকারি বিষ্ণুই আছেন একাদশে।
পেসার হিসেবে দলে আছেন ভারতের কার্তিক তিয়াগি ও ওয়েস্ট ইন্ডিজের জায়ডেন সিয়ালেস।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল
যাশাসবি জয়সাওয়াল, ইব্রাহিম জাদরান, রবিন্দু রাসান্থা, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, নিম ইয়ং, আকবর আলী, শফিকুল্লাহ গাফারি, ববি বিষ্ণুই, কার্তিক তিয়াগি, জায়ডেন সিয়ালেস। দ্বাদশ খেলোয়াড় অকিল কুমার।
দ্বাদশ খেলোয়াড় : অকিল কুমার।
# ব্যাটিং অর্ডার অনুযায়ী
Discussion about this post