ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার টেস্ট মিশন। আসছে মঙ্গলবার পাকিস্তানের পথে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এই লড়াইয়ের আগে শনিবার ঘোষিত হলো টাইগারদের দল।
শুক্রবার শুরু প্রথম টেস্টের দলে ফিরলেন পেসার রুবেল হোসেন। সঙ্গে জাতীয় দলে দুই বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দল থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম।
তবে সব শেষ ভারতের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়লেন পেস বোলার মুস্তাফিজুর রহমান। চোটের কারণে দলে নেই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। একইভাবে ছিটকে গেলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন।
সৌম্য গত বছর আফগানিস্তানের বিপক্ষে খেলেন তার সবশেষ টেস্ট। ২০১৮ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে দেখা যায় শান্তকে। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। তিনি ফিরলেন দলে। ফেরার দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাট থেকে আসে ২২২ রানের অপরাজিত ইনিংস। এটিই এই ফরম্যাটে তার সেরা ইনিংস।
শনিবার বিসিএলের ম্যাচে সেঞ্চুরি করা মুমিনুল হকই থাকছেন নেতৃত্বে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল-
তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।
Discussion about this post